আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৩

মস্কোয় ড্রোন হামলা, রুশদের ঘরেও যুদ্ধ পৌঁছে গেছে

সম্প্রতি মস্কোর অভিজাত এলাকা রুবলয়ভকাসহ বেশ কিছু এলাকায় ড্রোন হামলার যে ঘটনা ঘটেছে, সেটিকে রুশ কর্তৃপক্ষ কম গুরুত্বপূর্ণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্রেমলিন ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ এ হামলার পেছনে তাদের কোনো সম্পৃক্ততাকে অস্বীকার করেছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর ১৫ মাস পর রাশিয়ার মাটিতে এ ধরনের হামলা শুরু হলো। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, মস্কোয় ৩০টির মতো ড্রোন হামলা হয়েছে এবং একটি ভবনে সরাসরি হামলার ভিডিও ভাইরালও হয়েছে। কিন্তু ক্রেমলিনের কর্মকর্তারা খুব দ্রুত নিজেদের মতো একটি বয়ান দাঁড় করিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, আটটি ড্রোনের হামলা হয়েছে। এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেননা কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের সমর্থন পেয়ে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এই লজ্জাজনক ঘটনা থেকে জনসাধারণের মনোযোগ অন্য দিকে ঘোরাতে রুশ সেনারা কতজন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে এবং ন্যাটোর কতগুলো অস্ত্র তারা ধ্বংস করেছে, সেই পরিসংখ্যান দিয়েছেন। সূত্র: প্রথম আলো

দিল্লির সংসদে ‘অখণ্ড ভারত’ মানচিত্র
ক্ষুব্ধ নেপাল, চটেছে পাকিস্তান

ভারতের নতুন সংসদ ভবনের দেওয়ালে খোদাই করা হয়েছে ‘অখণ্ড ভারত’র মানচিত্র। সেই অখণ্ড ভারতের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমার। ২৮ মে উদ্বোধন হওয়া নয়াদিল্লির ওই সংসদ ভবনে স্থাপিত ওই ম্যুরাল নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে নেপালে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের (প্রচন্ড) ভারত সফরের সময়ই এ ‘অখণ্ড ভারত’ বিরোধী ঝড় ওঠে নেপালের রাজনীতিতে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। ডন।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ওই ম্যুরালে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি দেখা যাচ্ছে, যা এই অঞ্চলের ওপর ভারতের দাবির ইঙ্গিত দেয়। অন্যদিকে নেপাল লুম্বিনিকে নেপালের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ হিসাবে বিবেচনা করে থাকে।ভারতের এই কাণ্ডে দল-মতের বাইরে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেপালের রাজনৈতিক নেতারা। নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এক বিবৃতিতে বলেছেন, ‘সম্প্রতি উদ্বোধন করা ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারত’-এর বিতর্কিত ম্যুরাল নেপালসহ প্রতিবেশী দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে। সূত্র: যুগান্তর

‘রুশ-ইউক্রেন আলোচনার দরজা বন্ধ করেনি কেউ’

গত মার্চ মাসে রাশিয়া সফরে যান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সেই সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর তা অনেকটাই থেমে গেছে। এর মধ্যে দুই দিন ধরে সেই আলোচনার বিষয়ে ফের কথা শুরু হয়েছে। চীনের ইউরেশিয়াবিষয়ক বিশেষ দূত লি হুই বলেছেন, ইউক্রেন এবং রাশিয়া কেউই আলোচনার দ্বার চূড়ান্তভাবে বন্ধ করে দেয়নি। যদিও এই মুহূর্তে আলোচনার টেবিলে আসতে তাদের মধ্যে সমস্যা বিরাজ করছে।
দুই দিন আগে ইউরোপীয় সফর নিয়ে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে লি বলেন, রুশপক্ষ ইউক্রেন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য চীনের আকাক্সক্ষা এবং চেষ্টার প্রশংসা করেছে। মে মাসে লি ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত রাজনৈতিক সমাধানের জন্য কিয়েভ, ওয়ারশ, প্যারিস, বার্লিন, ব্রাসেলস এবং মস্কোয় ১২ দিনের সফর করেন। লি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বেড়ে যাওয়ার ঝুঁকি এখনো অনেক বেশি। পরিস্থিতি শান্ত করতে সব পক্ষকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি শান্ত করার পরিবেশ যতদিন উপযোগী থাকবে, চীন ততদিন যে কোনো কিছু করতে রাজি থাকবে। লি ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন-সূত্র: বিডি প্রতিদিন ।

Nagad

এফএও’র প্রতিবেদন
বিশ্বব্যাপী খাদ্যের দাম ২ বছরের মধ্যে সর্বনিম্ন মে মাসে

জাতিসংঘের খাদ্য সংস্থার বৈশ্বিক খাদ্যমূল্যের সূচক মে মাসে দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। কারণ, চিনি ও মাংসের দাম বেড়ে যাওয়ার পরও উদ্ভিজ্জ তেল, খাদ্যশস্য ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় সার্বিক মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। খবর রয়টার্সের।বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বাণিজ্য হয়, এমন সব পণ্যের দাম ওঠানামার ওপর নজর রাখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও। শুক্রবার সংস্থাটি জানায়, গত মাসের সংশোধিত ১২৭ দশমিক ৭ পয়েন্টের তুলনায় মে মাসে খাদ্যমূল্যের গড় সূচক ছিল ১২৪ দশমিক ৩ পয়েন্ট। ২০২১ সালের এপ্রিলের তুলনায় মে মাসে স্কোর ছিল সর্বনিম্ন। এর মানে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ২০২২ সালের মার্চে পৌঁছানো সর্বকালের সর্বোচ্চ পয়েন্ট থেকে এখন ২২ শতাংশ কমে এসেছে। খাদ্যশস্যের সরবরাহ এবং চাহিদা সম্পর্কিত পৃথক প্রতিবেদনে সংস্থাটি এ বছর বিশ্ব শস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ২ দশমিক ৮১৩ বিলিয়ন টন। সূত্র: সমকাল

যুদ্ধাপরাধের আলামত হারানোর ভয়

সহিংস ও অস্বস্তিকর আধেয়র অজুহাতে ফেসবুক-ইউটিউব থেকে মুছে ফেলা হচ্ছে যুদ্ধাপরাধের ছবি ও ভিডিও। এর কারণে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের সাক্ষ্যপ্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে বলে বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। অবশ্য ফেসবুক ও ইউটিউবের মূল কোম্পানিগুলো বলছে, যেসব গুরুত্বপূর্ণ ফুটেজ মামলায় সহায়তা করতে পারে, সেগুলো আর্কাইভে সংরক্ষণ না করে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। এ ছাড়া কোনো কনটেন্ট যদি জনস্বার্থে গুরুত্বপূর্ণ হয়, সে ক্ষেত্রে সেগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে ছাড় দেওয়ার ব্যবস্থা তাদের আছে।তবে বিবিসি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষের ওপর হামলার নথিসংবলিত ফুটেজ আপলোড করার চেষ্টা করতে গিয়ে দেখা গেছে, সেগুলো খুব দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: দেশ রুপান্তর

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিজ্ঞানীর বিচার শুরু

রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। ওই বিজ্ঞানীর নাম আনাতোলি মাসলভ। গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে তাঁর বিচারকাজ শুরু হয়। সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত তিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীর বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা হয়। এঁদের মধ্যে সবার আগে মাসলভের বিচার শুরু হলো। ক্রেমলিন জানায়, তাঁদের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ রয়েছে। সেন্ট পিটার্সবার্গ আদালত জানান, ‘অতি গোপনীয়’ এই বিচারকাজ গণমাধ্যম ও জনগণের সামনে উন্মুক্ত করা হয়নি। এ বিষয়ে ওই বিজ্ঞানীর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র: কালের কণ্ঠ

এয়ারলাইন রেটিংস ২০২৩
বিশ্বের শীর্ষ উড়োজাহাজ সংস্থা এয়ার নিউজিল্যান্ড

বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার তালিকা করেছে এয়ারলাইন রেটিংস। এয়ারলাইনস র‍্যাংকিং-বিষয়ক ওয়েবসাইটটিতে শীর্ষে উঠে এসেছে নতুন একটি উড়োজাহাজ সংস্থা। টানা দুই বছর শীর্ষে থাকা কাতার এয়ারওয়েজকে হটিয়ে এবার প্রথম স্থান এয়ার নিউজিল্যান্ডের। খবর অ্যারাবিয়ান বিজনেস। এভিয়েশন শিল্পের সেরাদের স্বীকৃতি দেয় এয়ারলাইন রেটিংস। পাশাপাশি কঠোর মূল্যায়নের মানদণ্ডের বিপরীতে তাদের উদ্ভাবন, রুট নেটওয়ার্ক ও নিরাপত্তা স্কোরের ওপর এয়ারলাইনসগুলোর র‍্যাংকিং ক্রম তৈরি করে। এবার শীর্ষে উঠে এল তুলনামূলক অপরিচিত মুখ এয়ার নিউজিল্যান্ড।এয়ার নিউজিল্যান্ড তার নতুন বোয়িং বিমান ৭৮৭-গুলোয় ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য কেবিনে বিছানা সুবিধা সংযোজন, যাত্রী পরিষেবা ও করোনা মহামারীর অভিঘাত থেকে দ্রুত পুনরুদ্ধারের কারণে প্রথম স্থানে রয়েছে। সূত্র: বণিক বার্তা।

ইমরান খানের ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর মনোভাব কী?

মঙ্গলবারের সেই সন্ধ্যাটি ছিল আর যে কোন দিনের মতোই। এক পাকিস্তানি সেনা অফিসারের স্ত্রী কমাল সেদিন বাড়িতে রাতের খাবার তৈরির জন্য সবজি কাটছিলেন। তার দুই কন্যা টেলিভিশন দেখছিল। কমালের স্বামী তখন কাজ করছেন একটি সংঘাত-পূর্ণ এলাকায়।মাল যে সামরিক কম্পাউণ্ডের মধ্যে থাকেন, সেটি সম্ভবত পাকিস্তানের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি। কিন্তু এই এলাকাটির মধ্যেও তারা শীঘ্রই অনিরাপদ বোধ করতে শুরু করলেন। সেদিন কমালের স্বামী যখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশ আগে ফোন করলেন, তখন তিনি বেশ অবাক হলেন।স্বামী তাকে দরোজা বন্ধ রাখতে বললেন, কারণ দেশ জুড়ে সামরিক এলাকাগুলিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা আক্রমণ চালাতে শুরু করেছেন। লাহোরে একজন লেফটেন্যান্ট জেনারেলের বাসভবনে এরই মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। “এরা যদি এরকম নগ্ন-ভাবে একজন জেনারেলের বাড়িতে হামলা চালাতে পারে, তাহলে এরপর কি আমাদের ওপর হামলা হবে? এই চিন্তা মাথায় আসার পর আমি তো ভয়ে কাঁপছিলাম” বলছিলেন কমাল, যেটি তার ছদ্মনাম। নিজের নাম তিনি প্রকাশ করতে চাইছেন না। সূত্র: বিবিসি বাংলা ।

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২০০ ছাড়াল, বাংলাদেশিদের জন্য হটলাইন চালু কলকাতায়

ভারতে উড়িষ্যার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে; আহত হয়েছে ৯০০ জন। দুর্ঘটনায় পড়া ট্রেনে বাংলাদেশি যাত্রী থাকার শঙ্কায় হটলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন। শুক্রবার রাতের এ ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কার কথা দুর্ঘটনার পর থেকেই জানিয়ে আসছে রয়টার্সসহ ভারতের সংবাদমাধ্যমগুলো।এদিকে চিকিৎসার জন্য কলকাতা থেকে চেন্নাই যেতে অনেক বাংলাদেশি করমণ্ডল এক্সপ্রেস ব্যবহার করেন। সে কারণে দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে যদি বাংলাদেশিদের কেউ থাকেন, তাদের তথ্য জানতে একটি হটলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন।হটলাইন নম্বরটি (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) জানিয়ে কলকাতার উপ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। সূত্র: বিডি নিউজ

তীব্র তাপমাত্রায় পুড়ছে এশিয়া

এশিয়ার দেশগুলো আরেক দফা তীব্র তাপমাত্রার কবলে পড়েছে। এই অঞ্চলজুড়ে মৌসুমি তাপমাত্রার রেকর্ড টপকে গেছে। দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণে সূর্যের প্রখর উত্তাপ, গরম বাতাস এসব দেশের মানুষ কতটা সহ্য করতে পারবে, তা নিয়ে ক্রমশ উদ্বেগ সৃষ্টি হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত এপ্রিলে এশিয়া মহাদেশের বিস্তৃত অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যায়। তবে তাতেও যেন মানুষের শাস্তি ফুরায়নি। গত মে মাসের শেষের দিকে তাপমাত্রা আবারও বেড়ে যায়।এশিয়ার চীন এবং অন্যান্য স্থানে মৌসুমের রেকর্ড তাপমাত্রা নিবন্ধিত হয়। বিশেষজ্ঞদের শঙ্কা, আগামীতে আরও দুর্দিন আসছে। বৈশ্বিক তাপমাত্রা আরও চড়া হবে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী সারাহ পারকিন্স কির্কপ্যাটিক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাপমাত্রা পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। তাই বলে আমরা বলতে পারি না যে, এ রকম বিষয়ের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’ সূত্র: দৈনিক বাংলা ।