আশুলিয়ায় ৬২০০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে সোহেল জোতি চাকমা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৬ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এরআগে বুধবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল জোতি চাকমা (৪০) খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার নুনছড়ি ভিপি পাড়া এলাকার চন্দাক লাল চাকমা ছেলে। সে আশুলিয়ার সেনওয়ালীয়া আমবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় হেফাজত থেকে ৬ হাজার ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া আশুলিয়ার আমবাগানসহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।

Nagad

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), আটক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, গতকাল বুধবার (২৪ মে) রাত পৌনে ৯টার দিকে সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসরাফিল অপু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং লিজা আক্তার ওরফে ছবি (২৬) নামের এক নারীকে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।