এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে হারাল পিএসজি
পিএসজি এদিন প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে। ম্যাচ শুরু হতে না হতেই কিলিয়ান এমবাপের হামলা। তিন মিনিটের ব্যবধানে করলেন দুই গোল। সেই দাপট অবশ্য ধরে রাখতে পারলো না পিএসজি। অক্সারে তাদের ভালো পরীক্ষাতেই ফেললো। তারপরও শেষতক জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন মেসি-এমবাপেরা।
অবশেষে এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে ২-১ ব্যবধানে হারাল পিএসজি। এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপার খুব কাছে পৌঁছে গেল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।


রোববার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় তুলে নেয় পিএসজি। যদিও ম্যাচের এক পর্যায়ে অক্সের দারুণ খেলেও সফরকারী গোলরক্ষকের কারণে খেলায় ফিরতে পারেনি। শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট পেলেই টানা দ্বিতীয় শিরোপার ঘরে তুলবে প্যারিসের ক্লাবটি।