ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পর্দা উঠলো, জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসরের পর্দা উঠেছে। লিওনেল মেসির দেশে উদ্বোধনী দিনেই উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উজবেক যুবাদের হারিয়েছে স্বাগতিকরা।
শনিবার (২০ মে) রাতে এস্তাদিও ইউনিকো স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।


ম্যাচের প্রথম গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন মাখমুদন। তবে প্রথমার্ধেই দুই গোল করে আলবিসেলেস্তেদের জয় নিশ্চিত করেন আলেহো ভেলিজ ও ভ্যালেন্তিন কারবোনি।
এদিন ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার যুবাদের সাথে সমান তালে খেলতে থাকে উজবেকিস্তান। তাই লিওনেল মেসির উত্তরসূরীদের জয় পেতে বেশ ভুগতে হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, আর্জেন্টিনার ১১টি শটের বিপরীতে ১০টি শট নেয় উজবেকিস্তান। আর গোলের লক্ষ্যে অন-টার্গেট দুই দলই সমান ৩টি করে শট নেয়।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনের বাকি তিন খেলায় ফিজিকে ৪-০ গোলে স্লোভাকিয়া, গুয়াতেমালাকে ১-০ নিউজিল্যান্ড এবং ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
সারাদিন/২১ মে/এমবি