ভালুকায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ প্রতিনিধি:
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

ভালুকায় ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃতরা হলেন, কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা (৩৫) ও বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল (২৯) উপজেলার উথুরা ইউনিয়নে জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

শুক্রবার ১২ই মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মো: কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উথুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে।

সারাদিন. ১৩মে

Nagad