হাইভোল্টেজ লড়াই, সিটিকে হারাতে পারল না রিয়াল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৩

ঘরের মাঠে খেলা। অথচ পারলো না রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে রিয়াল শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে ম্যানচেস্টার সিটি। অথচ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এগিয়ে যায় রিয়ালই। রিয়াল ঘরের মাঠে খেলেছিল বলে তাদের প্রতি আশা একটু বেশিই ছিল। অন্যদিকে সামর্থ্য বিচার করলে ম্যানসিটি কিছুটা এগিয়ে ছিল।
এমনই ম্যাচে সিটির বিপক্ষে এগিয়ে গিয়েও জয় পেল না কার্লো আনচেলত্তির শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গ্যালাকটিকোদের ১-১ গোলে রুখে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

মঙ্গলবার (৯মে) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিউস জুনিয়রের অসাধারণ গোলে প্রথমে লিড নেয় রিয়াল। তবে পাল্টা আক্রমণে কেভিন ডে ব্রুইনের দুর্দান্ত গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সিটি।

শেষদিকে রিয়াল এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডেরসন। ৭৮ মিনিটে টনি ক্রুসের বাড়ানো ক্রসে বেনজেমার হেড দারুণভাবে ঝাঁপিয়ে ফেরান তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অহেলিয়া চুয়ামেনির জোরাল শটও বিপদমুক্ত ব্রাজিলিয়ান গোলরক্ষক।

এই ম্যাচ ড্র হওয়া রিয়ালের জন্য অস্বস্তিকরই। কেননা আগামী বুধবার ফিরতি লেগ খেলতে হবে সিটির মাঠে। ফাইনালে উঠতে হলে তাই বড় চ্যালেঞ্জই উৎড়াতে হবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের।