সৌদি সফর নিয়ে মুখ খুললেন মেসি, চাইলেন ক্ষমা
অনুমতি ছাড়াই গত সোমবার অনুশীলন না করে সৌদি আরব যাওয়ায় বড় ধরনের শাস্তি পেতে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা লিওনেল মেসিকে। দুই সপ্তাহের জন্য তাকে বরখাস্ত করেছে ক্লাবটি। এই সময়ে দলের সঙ্গে কোনো অনুশীলন অথবা প্রধান দলের হয়ে খেলতে পারবেন না মেসি। পাবেন না দুই সপ্তাহের বেতনও। অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। সেই বার্তায় আরেকবার ধরা পড়ল তার চিরায়ত সেই বিনয়ী রূপ। সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।


মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এ কাজ করলে তাকে শাস্তি পেতে হবে? এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিও তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল, এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি।
প্রসঙ্গত, সৌদি আরবের পর্যটন খাতের শুভেচ্ছাদূত মেসি। সেটির প্রচারেই তার সৌদিযাত্রা। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি পোস্ট করেন, ‘কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই পারি এর অবিশ্বাস্য বিস্ময়গুলো খুঁজতে পছন্দ করি।’