পিএসজিতে নিষিদ্ধ হলেন মেসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। প্যারিসের ক্লাবটিতে আর্জেন্টাইন মহাতারকার ভবিষৎ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরমধ্যেই মেসিকে শাস্তি দিল ফরাসি জায়ান্টরা। বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বজয়ী কিংবদন্তিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি।

গত রোববার লিগ ওয়ানের ম্যাচে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে পিএসজি। ঘরের মাঠে সেই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি। তারপর পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান তিনি। মৌসুমের শেষ লগ্নে মেসির এই যাত্রা ভালোভাবে নেয়নি পিএসজি।

নিষিদ্ধের এই সময়ে তিনি ক্লাবটির কোনো খেলা ও অনুশীলনে অংশ নিতে পারবেন না। এমনকি এই সময়ে কোনো পারিশ্রমিকও পাবেন না মেসি।

বিবিসি জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন মেসি। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনশিল্পের শুভেচ্ছাদূত হিসেবে অনেক দিন ধরেই কাজ করছেন। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান মেসি।

এদিকে এমন নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমে মেসির পিএসজি না থাকার গুঞ্জন আরও জোরালো হলো। তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনাকল্পনা এখন এক নতুন মোড় নিল। ফলে আগামী গ্রীষ্মে তিনি কোন ক্লাবে যোগ দেন, সেটাই এখন দেখার বিষয়।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। এই গ্রীষ্মেই শেষ হবে পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।

Nagad