আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩

রপ্তানির ৩০০ কোটি ডলার কেন আসছে না, প্রশ্ন আইএমএফের

বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের বিপরীতে ৩০০ কোটি ডলার কেন দেশে আসছে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশ সফররত আইএমএফের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি উত্থাপন করে। দলটি এমন এক সময়ে রপ্তানি আয়ের একটি অংশ দেশে না আসার বিষয়ে জানতে চাইল, যখন বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলার–সংকট চলছে।
সংকটের কারণে ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) খুলতে গেলে ব্যাংক অনেক সময় তাঁদের ফিরিয়ে দিচ্ছে।
আইএমএফের প্রতিনিধিদলের (স্টাফ কনসাল্টেশন মিশন) সঙ্গে বৈঠকে বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। আর আইএমএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিনিধিদলের (মিশন চিফ) প্রধান রাহুল আনন্দ।বৈঠকটি আয়োজনের বিষয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে বাণিজ্যসচিবকে যে চিঠি পাঠিয়েছিলেন, সে অনুযায়ী বৈঠকের আলোচ্যসূচি ছিল শুল্কনীতি প্রণয়নের হালনাগাদ অবস্থা, বাণিজ্য চুক্তি ও শুল্কহারের ওপর চুক্তির প্রভাব, শুল্ক প্রশাসনের ডিজিটালাইজেশন এবং এসব কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা ইত্যাদি। সূত্র: প্রথম আলো

সবচেয়ে অস্বাস্থ্যকর এপ্রিল দেখল ঢাকা

তাপপ্রবাহের পর রাজধানীতে বায়ুদূষণেও রেকর্ড করেছে গেল এপ্রিল মাস। গত সাত বছরের এপ্রিল মাসগুলোর তুলনায় এ বছরের এপ্রিল ছিল রাজধানীবাসীর জন্য সবচেয়ে অস্বাস্থ্যকর। এ সময়ের গড় বায়ুদূষণের তুলনায় এবার এপ্রিলে বায়ুদূষণ বেড়েছে প্রায় ২৬.৯৩ শতাংশ। এই আটটি এপ্রিল মাসে এক দিনের জন্যও বিশুদ্ধ বাতাস পায়নি ঢাকার মানুষ। সবচেয়ে অস্বাস্থ্যকর এপ্রিল দেখল ঢাকারাজধানীর বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) আট বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এপ্রিলে বায়ুদূষণের এই চিত্র পাওয়া গেছে। বিশ্বের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার নাউয়ের পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত বায়ুমান সূচকের (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ করে ক্যাপস। সূত্র: কালের কণ্ঠ

ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী
বিএনপির সঙ্গে কথা বলার কিছু নাই
♦ ওদের সঙ্গে বসলে যেন পোড়া মানুষের গন্ধ পাই ♦ ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন যুক্তরাষ্ট্রেও আছে ♦ আমেরিকার পরামর্শেই র‌্যাবের সৃষ্টি, হঠাৎ নিষেধাজ্ঞা কেন, বোধগম্য নয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে আগেও বারবার আলোচনা করেছি। তাদের সঙ্গে আর কথা বলার মতো কিছু নাই। ওদের সঙ্গে আর বসতে ইচ্ছা করে না। ওদের সঙ্গে বসলে যেন পোড়া মানুষের গন্ধ পাই।যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গত সোমবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি প্রচার করা হয়। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সংস্থাটির সদর দফতরে আনুষ্ঠানিক আয়োজনে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একে তো সাজাপ্রাপ্ত আসামি, তারপর আবার আমার বাবা-মা-ভাই-বোনদের খুনি… তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য কিন্তু আমি অনেক অনেক উদারতা দেখিয়েছি। তবে এখন আর তাদের (বিএনপি) সঙ্গে কথা বলার মতো কিছু নাই। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

‘অলআউট’ মাঠে নামার প্রস্তুতি বিএনপির
চূড়ান্ত আন্দোলনের খসড়া প্রস্তুত
প্রথম ধাপে রোডমার্চ ফাইনালে ঢাকা ঘেরাও * সমমনাদের সঙ্গে সিরিজ বৈঠক, আসছে যৌথ ঘোষণাপত্র * কাল সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের মতবিনিময়

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত। এতে প্রথম দফায় বিভাগীয় শহরে রোডমার্চসহ সবশেষে ঢাকা ঘেরাও কর্মসূচি থাকছে। বাধা দেওয়া হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেবে মাঠের বিরোধী দল।তবে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা রয়েছে ঈদুল আজহার পরই। যার ওয়ার্মআপ বা প্রস্তুতি পর্বের রিহার্সেল হতে পারে কিছুদিনের মধ্যে। গোপনীয় রোডম্যাপে আন্দোলনের এমন পরিকল্পনা রয়েছে। রোডম্যাপ অনুযায়ী চূড়ান্ত আন্দোলনে সর্বোচ্চ ১০ থেকে ১৫ দিনের মধ্যে ফলাফল ঘরে তুলতে চায় বিএনপি। এছাড়া হঠাৎ জাতীয় নির্বাচনের তফশিল এগিয়ে আনার গুঞ্জন রয়েছে। সরকারের এমন কূটকৌশলকেও মাথায় নিয়ে আন্দোলন পরিকল্পনায় বিকল্প রোডম্যাপ করা হচ্ছে। উপরন্তু মাঠের আন্দোলন যখন তুঙ্গে যাবে, তখন বিদ্যমান পরিস্থিতি বুঝেই কৌশল নির্ধারণ করবে দলটির হাইকমান্ড। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে রোডম্যাপ চূড়ান্তের আগে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মতামত নিতে সিরিজ বৈঠক করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামীকাল সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবে হাইকমান্ড। এর আগে সাড়ে ৩ হাজার ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তাদের পরামর্শ নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর।

মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে বাধা নেই
অধ্যাপক তাহের হত্যা: রিভিউ খারিজের রায় প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় আসামিদের রায় পুনর্বিবেচনা (রিভিউ) খারিজের রায় প্রকাশিত হয়েছে। এর ফলে এ মামলার আসামি শিক্ষক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা রইল না। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ সাক্ষর করার পর ২১ পাতার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশিত হয়। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে হত্যার শিকার অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয় । ৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৮ সালের ২২ মে আলোচিত এই হত্যা মামলার রায় দেন রাজশাহীর দ্রুত বিচার আদালত। রায়ে চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেওয়া হয়। দণ্ডিতরা হলেন- রাবি ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসারের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের সম্বন্ধি আব্দুস সালাম। সূত্র: সমকাল

২০২৩ সালের প্রথম প্রান্তিক ভালো যায়নি বেশির ভাগ বড় করপোরেট গ্রুপের
দেশে ডলারের বিনিময় হার গত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ছিল ৮৫ থেকে ৮৬ টাকার মধ্যে। চলতি পঞ্জিকাবর্ষের প্রথম প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ থেকে ১০৭ টাকায়। তালিকাভুক্ত বড় করপোরেটগুলোর ব্যবসায়ও পড়েছে ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাব। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যয় বৃদ্ধি এবং দেশের বাজারে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতিতে বেড়েছে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় ও পণ্যের উৎপাদন খরচ। কোনো কোনো প্রতিষ্ঠানের আয় বাড়লেও নিট মুনাফা কমেছে টাকার অবমূল্যায়নে। কেউ কেউ লোকসানও গুনেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, ডলারের বিনিময় হারে অস্থিরতা না কাটলে তা সামনের দিনগুলোয়ও করপোরেট প্রতিষ্ঠানের মুনাফায় বড় প্রভাবক হিসেবে থেকে যাবে। সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতে দেখা যায় আরএকে সিরামিকস বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, রানার অটোমোবাইলস, এসিআই লিমিটেড, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এপেক্স ফুটওয়্যার, মতিন স্পিনিং মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস ও সামিট পাওয়ারের মতো বড় করপোরেটগুলোর সবার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সূত্র: বণিক বার্তা।

মুক্ত গণমাধ্যম সূচকে একধাপ পেছালো বাংলাদেশ: ১০০-তে স্কোর ৩৫.৩১

গতবারের চেয়ে আরও একধাপ পিছিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান ১৬৩তম। বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ বছরের সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।২০২৩ সালের সূচকে বাংলাদেশের স্কোর ৩৫.৩১, গত বছরও ৩৬.৬৩ স্কোর নিয়ে যা ছিল খানিকটা এগোনো। ২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচকে ৫০.২৯ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২৷ তার আগের বছর, ২০২০ সালে ছিল ১৫১। ২০১৬ সাল থেকে এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান আর এগোয়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি: যুক্তরাষ্ট্র নাকি চীন- কার দিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশে যেসব দেশের কূটনীতিককে সব সময় নানা বিষয়ে সরব ভূমিকায় দেখা যায়, চীনা রাষ্ট্রদূত সাধারণত সেরকম কেউ নন। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি হতে শুরু করে বিভিন্ন বিষয়ে যেভাবে প্রকাশ্য মন্তব্য করেন, তাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানো’ বলেই গণ্য করেন অনেকে। চীনা কূটনীতিকরা সাধারণত এ ধরণের মন্তব্য সযত্নে এড়িয়ে যান।কিন্তু ২০২১ সালের ১০ মে ঢাকায় তৎকালীন চীনা রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের কাছে এমন কিছু কথা বললেন, যা মারাত্মক অস্বস্তি তৈরি করলো বাংলাদেশ সরকারের মধ্যে। বাংলাদেশ এ নিয়ে এতটাই বিব্রত হলো যে, পরদিনই সরকার চীনা রাষ্ট্রদূতের কথার প্রতিবাদ জানালো। চীনের মতো ঘনিষ্ঠ মিত্র একটি দেশের বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম প্রকাশ্য বিবৃতি, এটিও ছিল খুবই বিরল এক ঘটনা। রাষ্ট্রদূত লি জিমিং সেদিন ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে কথা বলছিলেন ‘কোয়াড’ (কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ) নামে পরিচিত যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের এক নিরাপত্তা জোট নিয়ে। তিনি এই জোটে যোগ দেয়ার বিরুদ্ধে বাংলাদেশকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, যদি বাংলাদেশ এই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বড় ক্ষতি’ করবে। তিনি আরও বলেছিলেন, কোয়াড হচ্ছে “চীনের পুনরুত্থান ঠেকানোর এক সামরিক জোট’ এবং বাংলাদেশের উচিৎ হবে না, এরকম একটি ‘সংকীর্ণ লক্ষ্য’ অর্জনের চক্রে সামিল হওয়া। সূত্র: বিবিসি বাংলা।

আপাতত স্বস্তি ভবিষ্যতে চাপ
বিদেশি মুদ্রা নিয়ে বাংলাদেশের সংকটময় পরিস্থিতির মধ্যে পাঁচ প্রকল্পে ২২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। গত সোমবার এই ঋণের চুক্তি হয়েছে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে। এর আগে গত বৃহস্পতিবারও তিন প্রকল্পে বাংলাদেশকে আরও ১২৫ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রস্তাব বিশ্বব্যাংকের পর্ষদ সভায় অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে মাত্র চার দিনে বিশ্বব্যাংকের কাছ থেকে ৩৫০ কোটি ডলারের ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ২২৫ কোটি ৩৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের পাঁচ চুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এ অর্থায়ন চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। বর্তমান বাজারমূল্য ধরে প্রতি ডলার সমান ১০৬ টাকা হলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৮৮৬ কোটি ৫৭ লাখ টাকা। এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে এদিন সকাল থেকে বিশ্বব্যাংক সদর দপ্তরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ নেন ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী। সূত্র: দেশ রুপান্তর

এবার কুমিল্লায় ‘ডানা মেলছে’ দুটি পাতা একটি কুঁড়ি
সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বাইরে পঞ্চগড়ের সমতলে বেশ আগেই চা বাগান করে সফলতা পাওয়া গেছে। তারপর গারো পাহাড়েও চা চাষের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার কুমিল্লায় ‘ডানা মেলছে’ দুটি পাতা একটি কুঁড়ি। মহানগরী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে লালমাই পাহাড়ে গড়ে উঠেছে ‘মজুমদার চা বাগান’। কুমিল্লার প্রথম এই চা বাগানের মালিক মো. তারিকুল ইসলাম মজুমদার। তবে বাগান সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি বা পানি। চা বাগানের জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন এখানে তার প্রায় ১০ শতাংশ বৃষ্টিপাত হয়। ফলে গভীর নলকূপ করে অতিরিক্ত পানির সরবরাহ চালু রাখতে হচ্ছে। সূত্র: বিডি নিউজ