বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) জনবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে ৭টি পদে মোট ৮১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: নিম্নমান হিসাব সহকারী(৩০০ জন), ফার্মাসিস্ট/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (২৫ জন), সিনিয়র স্টাফ নার্স (০৪ জন), জুনিয়র স্টাফ নার্স (১০ জন), ড্রেসার ((ছয়জন), মিডওয়াইফ (০৯ জন), নিরাপত্তা প্রহরী (৪৬৪ জন)।


শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
বয়সসীমা: ২০২৩ সালের ১৭ এপ্রিল প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bpdb.teletalk.com.bd/admitcard/index.php এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
ই-মেইল ও মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ২০১৯ সালের ২৮ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মে ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।
সারাদিন/২৯ এপ্রিল/এমবি