আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

বিবিসিকে সুদানের আরএসএফ প্রধান হেমেদতি
বোমা হামলা বন্ধ না হলে আলোচনা নয়

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি বলেছেন, তাঁর সেনাদের ওপর বোমা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় বসবেন না। প্রায় দুই সপ্তাহ ধরে সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে, তা থামাতে বিবাদমান দু’পক্ষকে বার বার যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে শান্তি সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।কিন্তু সেসব আহ্বানে তেমন কাজ হচ্ছে না; বরং দেখা গেছে— দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশের বিভিন্ন জায়গায় সংঘাত অব্যাহত আছে।এই সংঘাতে কয়েক শ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। প্রাণ বাঁচাতে সুদান ছাড়ছেন বিদেশি নাগরিকরা। সূত্র: সমকাল

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অগ্রগতিকে স্বাগত জানাল জাতিসংঘ

বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আদিবাসীসংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম। নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২২তম অধিবেশনের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ করেছে ফোরামটি। চলতি বছরের ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলা অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামের বিভিন্ন সভায় তাদের প্রদত্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অর্জনগুলোকে তুলে ধরে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী, সুশীল সমাজের সদস্য এবং অন্য ব্যক্তিবর্গও এ ফোরামের বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন। অধিবেশন শেষে ফোরামটি এ চুক্তি বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিভিন্ন তথ্যকে স্বাগত জানায়। একই সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আরো জোর প্রচেষ্টা চালানোর অনুরোধ করে। বাংলাদেশ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব জনগণের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন
‘মারিউপোলের কসাই’ মিজিনৎসেভকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন পুতিন

রাশিয়ার সেনাবাহিনীর কর্নেল জেনারেল মিখাইল মিজিনৎসেভকে রসদবিষয়ক উপপ্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রদবদলের অংশ হিসেবে তাঁকে উচ্চপর্যায়ের এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমা বিশ্বে মিজিনৎসেভকে ‘মারিউপোলের কসাই’ নামে ডাকা হয়ে থাকে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ইজভেস্তিয়ার প্রতিনিধি আলেক্সান্ডার স্লাদকভ গত বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে বলেন, ৬০ বছর বয়সী মিজিনৎসেভকে রসদবিষয়ক উপপ্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মিজিনৎসেভকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন স্লাদকভ।আট মাসের কম সময় আগে জেনারেল দিমিত্রিকে সরিয়ে দিয়ে মিজিনৎসেভকে রসদবিষয়ক উপপ্রতিরক্ষামন্ত্রীর পদে স্থলাভিষিক্ত করেছিল ক্রেমলিন। দিমিত্রির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নৈপুণ্য দেখাতে পারেননি। মস্কোর সেনাদের যথাযথ অস্ত্র ও খাবার সরবরাহ করতে তিনি ব্যর্থ হয়েছেন।টেলিগ্রাম পোস্টে মিজিনৎসেভকে ‘বুদ্ধিজীবী’ বলে উল্লেখ করেছেন স্লাদকভ: প্রথম আলো

Nagad

ইউক্রেন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন বিবিসি নিউজ ইউক্রেনের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো। ইউক্রেনে ফ্রন্ট লাইনে কর্তব্যরত অবস্থায় তিনি নিহত হয়েছেন। তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলে সেথানে আঞ্চলিক প্রতিরক্ষার স্বেচ্ছাসেবক হয়েছিলেন। এ ছাড়া যোগাযোগ বিশেষজ্ঞ এবং মিডিয়া প্রশিক্ষক হিসাবেও কাজ করছিলেন এবং পরে তিনি সামরিক বাহিনীর হয়েও কাজ করেন।কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা এখনো বিস্তারিতভাবে জানা যায়নি। ঘনিষ্ঠ বন্ধুরা শুধু জানিয়েছেন, ‘যুদ্ধেই তার মৃত্যু হয়েছে।’ তার বন্ধুরা, বিবিসির প্রাক্তন সহকর্মীরা এবং ইউক্রেনের বৃহত্তর সংবাদমাধ্যমের কর্মীরা এই প্রতিভাবান সাংবাদিককে শ্রদ্ধা জানিয়েছে। যিনি তার পেশায় সফল ছিলেন। সূত্র: কালের কণ্ঠ

শীত-বসন্তের পর শরৎ শঙ্কা
ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনের চাহিদার ৯৮ শতাংশ যুদ্ধযানই ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। রাশিয়ার সেনাদের দখলে যাওয়া ভূমি ফিরে পেতে ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি সাঁজোয়া যান, ২৩০টি ট্যাংক সরবরাহ করেছে জোটে থাকা সদস্যদেশগুলো। পশ্চিমা সামরিক জোটটির প্রধান স্টলটেনবার্গ গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেন, এসব সামরিক যান ও ট্যাংক কিয়েভকে আরও শক্তি নিয়ে পাল্টা হামলার সামর্থ্য দেবে।তবে স্টলটেনবার্গ যেদিন এমন কথা বললেন, সেদিনই জানা গেল, যেকোনো ধরনের পাল্টা হামলা মোকাবিলার প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে রাশিয়া। তারা পুরনো সোভিয়েত আমলের প্রতিরক্ষা পদ্ধতিতে ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এক উপগ্রহের ছবি প্রকাশ করে ইউক্রেন দাবি করেছে, তাদের ট্যাংক ও সামরিক যান যেন রাশিয়ার দখলে থাকা এলাকায় ঢুকতে না পারে, সে জন্য বিশাল এলাকাজুড়ে খাদ কেটে রাখা হয়েছে, তার পেছনে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্যারিকেড। আরও পেছনে তৈরি করা হয়েছে রক্ষণাত্মক পরিখা। রয়টার্স বলছে, ইউক্রেনের পোলোহি শহরের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে রুশ বাহিনীর এমন প্রস্তুতি চোখে পড়েছে। রয়টার্সের পক্ষ থেকে হাজারো প্রতিরক্ষা অবস্থানসংক্রান্ত কৃত্রিম উপগ্রহের ছবি পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, দক্ষিণ জাপোরিঝঝিয়া অঞ্চল ও ক্রিমিয়ায় প্রবেশপথের এলাকাগুলোতে প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। রয়টার্সের ভাষ্য, ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের হামলা ঠেকানোর উদ্দেশ্যেই রুশ বাহিনী এমন কঠিন দুর্গ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ক্যাপেলা স্পেসের-সূত্র: দেশ রুপান্তর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
কমলা আলোয় জ্বলছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনি হাওয়ায় এবার ব্যতিক্রমী সুবাস। লড়াই প্রেসিডেন্টের, আলোচনায় ভাইস প্রেসিডেন্ট। সবচেয়ে বয়স্ক একজন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে প্রার্থী হওয়ার মতোই আরেক নতুন ইতিহাস যুক্তরাষ্ট্রে। খানিকটা রসিকতার ছলে বললে, হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদের দরজায় এসে রীতিমতো ‘চন্দ্র দশায়’ পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ধার করা আলোয় যেমন রাতভর চকচক করে চাঁদ, তেমনি ‘রানিং মেট’ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাসিমাখা ব্যক্তিত্ব, জনপ্রিয়তার আলোয় জ্বলজ্বল করছেন বাইডেন। প্রথম মেয়াদে কতটা সফল সে হিসাব-নিকাশের চেয়েও বড় বাধা হয়ে দেখা দিয়েছে বাইডেনের বয়স। ভোটার বা রজনীতিকরাই শুধু নন-বাইডেনের প্রচারণা টিমও আশা করছে কমলা হ্যারিসের উপস্থিতিতে উচ্ছল হয়ে উঠবে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা। গতি ফিরে পাবে ডেমোক্র্যাটদের প্রচারশিবির। পুনর্নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়ে প্রকাশিত বাইডেনের ভিডিও ফুটেজেও সে দৃশ্য দেখেছে গোটা যুক্তরাষ্ট্র। ভিডিওতে হ্যারিসকেই দেখানো হয়েছে বারবার। ডেমোক্র্যাট শিবিরের আশা, বার্ধক্যজনিত কারণে ক্ষমতার মাঝপথেই যদি অক্ষম হয়ে পড়েন বাইডেন কিংবা বাইডেনের ‘কিছু একটা’ যদি হয়েই যায় তখন সরকারের হাল ধরবেন ৫৮ বছর বয়সি কমলা হ্যারিস। প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। গত মঙ্গলবার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনি দৌড়ে সওয়ার হওয়ার ঘোষণা দেন ৮০ বছর বয়সি প্রেসিডেন্ট জো বাইডেন। আর তার প্রচারণায় আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোজা কথায় বললে, বাইডেনকে ‘কাঠের পুতুলের মতো’ সামনে রেখে পেছন থেকে প্রচারণার মধ্যমণি হয়ে কাজ করছেন কমলা। জনগণও তাকেই চাইছেন। সূত্র: যুগান্তর

এসসিও বৈঠকে বরফ গলল না চীন ভারত সম্পর্কে

গালওয়ান সংঘর্ষের পরে এই প্রথম মুখোমুখি বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু। বৃহস্পতিবার দিল্লিতে ‘শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পার্শ্ববৈঠকে বসেন। আর এ বৈঠকে বোঝা গেল ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এ মুহূর্তে কতটা শীতল। ওই বৈঠকে চীনা প্রতিরক্ষামন্ত্রীসহ প্রতিনিধিদলের কারও সঙ্গে রাজনাথ সিং করমর্দন করেননি। এসসিওর অন্য সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রাজনাথ সিং যথেষ্ট সৌজন্য দেখিয়েছেন। তবে পার্শ্ববৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে করমর্দন করেননি তিনি। আর বৈঠকে রাজনাথ শান্তি ও প্রশান্তির বার্তা দিয়ে বলেন, শান্তি ও প্রশান্তির ভিত্তি শক্ত করার জন্য দুই দেশের সমস্যা মিটিয়ে নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, চীনের সীমান্ত নীতি লঙ্ঘন দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। এ দিন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রীরা প্রায় ৪৫ মিনিট ধরে কথাবার্তা বলেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজনাথ লিকে জানিয়েছেন, পূর্ব লাদাখের অবশিষ্ট ঘর্ষণ পয়েন্টগুলো থেকে অবিলম্বে চীনা সেনাদের সরিয়ে নিতে হবে। ডি-এসক্সালেশন নিয়েও চীনা প্রতিরক্ষামন্ত্রীর কাছে আশা প্রকাশ করেছেন রাজনাথ। একটি বিবৃতি জারি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুই মন্ত্রী ভারত ও চীন সীমান্ত এলাকার উন্নয়নের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে অকপট আলোচনা করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।

জায়ান্ট পান্ডাকে স্বাগত জানাল চীনারা

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানা থেকে চীনে ফিরেছে জায়ান্ট পান্ডা ইয়া ইয়া। গত বৃহস্পতিবার ইয়া ইয়াকে বহনকারী বিশেষ উড়োজাহাজ চীনের সাংহাইয়ে নামে। জায়ান্ট পান্ডার স্বদেশ প্রত্যাবর্তনে উল্লাসে ভেসেছে চীনা নাগরিকরা।আল-জাজিরা জানায়, পান্ডাপ্রেমিক চীনাদের ইয়া ইয়াকে দেখতে সাংহাই বিমানবন্দরে প্রবেশের কোনো সুযোগ ছিল না। তাই নিজেদের আবেগ প্রকাশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেয় তারা। ২০০০ সালে চীনে জন্ম নেয় ইয়া ইয়া পান্ডা। ২০০৩ সালে চীনের ‘পান্ডা কূটনীতির’ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস চিড়িয়াখানায় এটিকে পাঠানো হয়। তার সঙ্গী হিসেবে যাওয়া পুরুষ পান্ডা লি লি গত ফেব্রুয়ারিতে মরে যায়। যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় ইয়া ইয়ার রুগ্‌ণ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়ায়। গত এপ্রিলে ইয়া ইয়ার যুক্তরাষ্ট্রে বাস করার চুক্তির মেয়াদ শেষ হয়। সূত্র: দৈনিক বাংলা।

রাজধানীসহ ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ৬

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। খবর বিবিসি।আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালায় রাশিয়া বাহিনী। কর্মকর্তারা জানান, গত ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা। তবে তাৎক্ষণিকভাবে কিয়েভের বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় মেয়রের মতে, দিনিপ্রো শহরে এক নারৗ ও তার তিন বছরের শিশুকন্যা নিহত হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, উমান শহরের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।প্রকাশিত এক ভিডিওতে শহরটিতে বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট ভবনের ছবি দেখা গেছে। সূত্র: বণিক বার্তা।

তেলের কার্গো জব্দের পাল্টায় ট্যাংকার আটক করল ইরান

নিষেধাজ্ঞা কার্যকর অভিযানে যুক্তরাষ্ট্র সম্প্রতি সাগরে একটি ট্যাংকার থেকে ইরানি তেল জব্দ করেছে বলে জানিয়েছে তিনটি সূত্র।এর পাল্টায় দিন কয়েক পর তেহরানও অন্য একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে বলে সামুদ্রিক এক নিরাপত্তা প্রতিষ্ঠানের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তেলের বাজারে অস্থিরতার মধ্যে কার্গো জব্দের এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাম্প্রতিক নজির। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরেই নানান নিষেধাজ্ঞা দিয়ে দেশটিতে চাপে রেখেছে। ইরান ওই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করছে, উল্টো দিন দিন তাদের তেল রপ্তানি বেড়েছে। সূত্র: বিডি নিউজ