২৮ এপ্রিল ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়ার আয়োজন
বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন প হক জানান, আত্মীয়-পরিজন, বন্ধু-শুভানুধ্যায়ী ও সহযোদ্ধা সবাই এই আয়োজনে অংশ নেবেন।


আগামী শুক্রবার (১৫ বৈশাখ ১৪৩০ / ২৮ এপ্রিল ২০২৩) বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে এই অনুষ্ঠান হবে।
বুধবার (১২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান।