আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

গতকালের চেয়ে আজ গরম একটু বাড়বে

বৈশাখের প্রথম দিন থেকে তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীবাসীর। গত শুক্রবার দুপুর নাগাদ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছিল। গতকাল শনিবারও গরম পড়েছিল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবারের মতোই গরম অনুভূত হবে আজ।
বর্ষবরণ উৎসবে এসে ঘুমিয়ে পড়েছে শিশুটি। রোদ থেকে বাঁচাতে তাকে কাপড়ে ঢেকে নিয়েছেন অভিভাবক। আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।আজ সকাল ছয়টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।রোদের তাপ থেকে নিজেকে রক্ষায় হাতের কাগজ দিয়ে মাথা ঢেকে গন্তব্যে রওনা হয়েছেন এক পথচারী। ১১ এপ্রিল, শাহবাগ, ঢাকা
কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের বড় অংশজুড়ে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বয়ে যাচ্ছে দাবদাহ। সাধারণত কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মাঝারি দাবদাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তীব্র দাবদাহ চলছে বলে ধরা হয়। সূত্র: প্রথম আলো

আগুনের সঙ্গে যুদ্ধের আরেকটি দিন

‘আমি ঘুম থাইকা উইঠা কী শুনলাম? আমার পোলার দোকানডা পুইড়া ছাই হয়ে গেছে। জীবনে যা কামাই করছিল, সব শ্যাষ হইয়া গেল। আমরা এখন কেমনে চলব?’ গতকাল শনিবার আগুনে পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেটের পাশে ফুট ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে কেঁদে এ কথাগুলো বলছিলেন আলেয়া বেগম। মার্কেটটির তৃতীয় তলায় তাঁর ছেলে হারুনুর রশীদের দোকান। সকালে খবর পেয়েই পুরান ঢাকার রায়সাহেববাজার এলাকার বাড়ি থেকে তিনি ছুটে এসে দেখেন যে তিনতলা ভবনের মার্কেটটির তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।
ফুট ওভারব্রিজে রাখা একটি সিলিন্ডারের ওপর বসে ছিলেন আরাফাত নামের এক যুবক। মার্কেটটির তৃতীয় তলায় ১৭৬ নম্বর তামিম এন্টারপ্রাইজ নামের দোকানটি তাঁর ভাই তামিমের। সকাল ৯টার দিকে এসে তিনি দেখতে পান যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিচ্ছেন ভেতরে। তিনি ভাইয়ের দোকানের প্যান্ট-শার্ট বের করার জন্য ভেতরে ঢুকে যান। কিন্তু কিছুদূর যাওয়ার পরই তাঁর দম বন্ধ হওয়ার উপক্রম হয়। অসুস্থ হয়ে তিনি ফিরে আসেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘ঋণ করে এত মালপত্র উঠিয়েছিল আমার ভাই। সব শেষ, সব শেষ।’ সূত্র: কালের কণ্ঠ

উষ্ণায়নে হুমকিতে পড়বে দেশের কৃষি উৎপাদন?

রাজধানী ঢাকায় গতকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। তবে দেশে সর্বোচ্চ উঠেছিল চুয়াডাঙ্গায়—৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এটিই এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। অনাবৃষ্টি আর দাবদাহে বিভিন্ন জেলা থেকে পাওয়া যাচ্ছে আম ঝরে যাওয়াসহ ফসল নষ্টের খবর। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, এ তাপপ্রবাহ বজায় থাকতে পারে আরো কিছুদিন। প্রতি বছরই গ্রীষ্মের শুরুতে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে সারা দেশের ওপর দিয়ে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামনের দিনগুলোয় প্রায় প্রতি বছরই এমন দীর্ঘায়িত খরা, দাবদাহ ও অনাবৃষ্টির মোকাবেলা করতে হবে বলে বিভিন্ন সময়ে বৈশ্বিক সংস্থাগুলোর পূর্বাভাসে উঠে এসেছে।নিচু এলাকা, ভূগঠন, বদ্বীপের আকার এবং বঙ্গোপসাগর ও হিমালয়ের নিকটবর্তী অবস্থানের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তুলনামূলক বেশি। এসব বিপদের মাত্রা ও ভয়াবহতাকে দিনে দিনে আরো বাড়িয়ে তুলেছে জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামীতে কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি হতে যাচ্ছে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: বণিক বার্তা ।

Nagad

সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে
আইএমএফের শর্তানুযায়ী সরকার ভর্তুকি কমাতে আরও দুবার বিদ্যুতের দাম বাড়াতে পারে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ মেনে সংস্থাটির দেওয়া ফর্মুলা অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের ক্ষেত্রে একটি নতুন ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয় প্রক্রিয়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪.৭ বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফের দেওয়া শর্ত পালনের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জ্বালানিতে ভর্তুকি কমাতে চায় আইএমএফ।নতুন এই ফর্মুলা অনুযায়ী শুরুতে তিন মাস পর পর জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার। ভবিষ্যতে জ্বালানির মূল্য প্রতি মাসে সমন্বয় করার সম্ভাবনা রয়েছে।এছাড়া আইএমএফের শর্তানুযায়ী সরকার আরও দুবার বিদ্যুতের দাম ৫ শতাংশ করে বাড়াতে পারে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তারা।কর্মকর্তারা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয় প্রক্রিয়া বাস্তবায়ন শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন
বরিশালে আ’লীগের চমক গাজীপুরে আজমত

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কার্যত তিনটিতেই প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এর মধ্যে বরিশালে বর্তমান মেয়রকে বাদ দিয়ে বড় ধরনের চমক দেখিয়েছে ক্ষমতাসীন দল। গাজীপুর ও সিলেট সিটিতেও নতুন মুখ এসেছে। তবে রাজশাহী ও খুলনায় প্রত্যাশিতভাবে বর্তমান মেয়ররাই আবারও মনোনয়ন পেয়েছেন।
বরিশালে চাচা-ভাতিজার লড়াইয়ে দলের সমর্থন গেছে যুবলীগ সদস্য আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের দিকে। তাঁর ভাতিজা বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বাদ পড়েছেন।
গাজীপুরে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। সেখানে বহিষ্কৃত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদ পড়েছেন। সিলেটেও নতুন চমক হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। করোনা মহামারির সময় মৃত্যুবরণকারী বদরউদ্দিন আহম্মেদ কামরান দীর্ঘদিন সিলেট সিটি করপোরেশনে দলীয় প্রার্থী ছিলেন। ফলে সেখানে এমনিতেই প্রার্থী পরিবর্তন করতে হতো। এ ছাড়া বর্তমান মেয়রদের মধ্যে রাজশাহীতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং খুলনায় মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককেই বহাল রাখা হয়েছে। সূত্র: সমকাল

ভোরের আগুনে নাশকতার গন্ধ
এবার পুড়ল নিউ সুপার মার্কেট একই সময়ে অগ্নিকান্ড নিয়ে নানা প্রশ্ন পুলিশ-র‌্যাবের জরুরি বৈঠক

বঙ্গবাজার ও ঢাকা নিউ সুপারমার্কেটে প্রায় একই সময়ে আগুন লেগেছে। এ ছাড়া আরও কোন কোন স্থানে একই সময়ে আগুন লাগার ঘটনায় নাশকতার বিষয়টি সামনে চলে এসেছে? বিভিন্ন মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ষড়যন্ত্র নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ বছর পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা-গুদামে একের পর এক আগুনের ঘটনা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্তারাও নাশকতার গন্ধ পাচ্ছেন। সব মিলিয়ে এসব অগ্নিকান্ড গভীর ষড়যন্ত্র বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আগুনে প্রাণহানির পাশাপাশি নিংস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। তারা দাবি করছেন, এসব অগ্নিকান্ডের পেছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে। তাদের অভিযোগ, নাশকতার আলামত পাচ্ছেন তারা। জায়গা নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরেই। আর ওই সব জায়গা দখলে নিতে মরিয়া একাধিক চক্র। এসব সুযোগ নিচ্ছেন সুবিধাভোগীরা। সূত্র: দেশ রুপান্তর

সম্ভাবনার ওষুধ রপ্তানিতে হতাশা

রপ্তানিতে বেশ আশা জাগিয়েছিল ওষুধ খাত। প্রতিবছরই রপ্তানি বাড়ছিল। বেক্সিমকো, স্কয়ার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসসহ প্রথম সারির প্রায় সব কোম্পানিই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৫৭টি দেশে জীবন রক্ষাকারী ওষুধ রপ্তানি করছে। গত ২০২১-২২ অর্থবছরে ১৮ কোটি ১৮ লাখ ডলারের বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করেছিল বাংলাদেশ। যা ছিল এ যাবৎকালের সবচেয়ে বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরে এই খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয় ২৩ কোটি ডলার। কিন্তু লক্ষণ মোটেই ভালো নয়; অর্থবছরের নয় মাসে অর্থাৎ জুলাই-মার্চ সময়ে ওষুধ রপ্তানি করে ১৩ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার আয় করেছেন ওষুধ রপ্তানিকারকরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ কম। আর লক্ষ্যের চেয়ে কম আরও বেশি ২১ শতাংশ। দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গত মার্চ মাসে ঢাকায় ‘বাংলাদেশ ব্যবসা সম্মেলন’ নামে যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল, সেই সম্মেলনেও ওষুধ রপ্তানি নিয়ে সমূহ সম্ভাবনা ও আশার কথা শুনিয়েছিলেন এ খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যে তথ্য প্রকাশ করছে, তাতে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সূত্র: দৈনিক বাংলা ।

ফিফার অর্থ নিয়ে বাফুফের নয়ছয়, যেভাবে ধরা পড়েছে দুর্নীতি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেকদিন ধরেই। কিন্তু সংস্থাটির সাধারণ সম্পাদককে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিষেধাজ্ঞা দেয়ার পর এই প্রথমবারের মত সেসব অভিযোগের অনেকগুলোই সত্য প্রমাণিত হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি কী কারণে তাকে নিষিদ্ধ করা হলো এবং কীভাবে বাফুফের আর্থিক দুর্নীতির বিষয়টি তারা বুঝতে পারলো, সেই বিষয়েও তাদের ব্যাখ্যা প্রকাশ করে।বাফুফে কীভাবে, কোন পদ্ধতিতে এবং কবে এই আর্থিক দুর্নীতি করেছে, সে সম্পর্কে ফিফা তাদের ওয়েবসাইটে বিস্তারিত প্রতিবদেন প্রকাশ করেছে।ফিফা তাদের ওয়েবসাইটে এই বিষয়ে ৫১ পৃষ্ঠার একটি বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে যে মি. সোহাগ জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদান করেছেন এবং বাফুফের তহবিল আত্মসাত ও অপব্যবহার করেছেন। এছাড়াও তিনি তার সাধারণ দায়িত্ব ও নৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ফিফার কোড অব এথিক্স ভঙ্গ করেছেন। সূত্র: বিবিসি বাংলা।

 

ফারদিনের মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রামপুরা থানার মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় গোয়েন্দা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানার ‘নারাজি’ আবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক রোববার এ আদেশ দেন।এ মামলায় অধিকতর তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৪ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।ফারদিন হত্যা মামলায় গত ৬ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।সেখানে বলা হয়, নানা কারণে হতাশা থেকে ফারদিন আত্মহত্যা করেন। তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করা হয় সেখানে।তবে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানার ধারণা, তার ছেলেকে হত্যা করা হয়েছে। সেজন্য চূড়ান্ত প্রতিবেদন নিয়ে দালতে আপত্তি জানানোর কথা তিনি শুরু থেকেই বলে আসছিলেন। সূত্র: বিডি নিউজ