১৩ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার।

১৯৭৪ সালের ১৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিপরিষদের ও দলীয় নেতাদের সাথে সারাদিন আলাপ পরামর্শ করেন। পরিশেষে বঙ্গবন্ধু গুপ্তহত্যা ও সমাজবিরোধী তৎপরতা বন্ধ করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।

অতপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বিভিন্ন স্থানে বেআইনি অস্ত্র উদ্ধার এবং সমাজবিরোধীদের দমনের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন।

সারাদিন/১৩ এপ্রিল/এমবি