আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

সব হারিয়ে কাঁদছেন তিন ভাই
রাজধানীর বঙ্গবাজারে দোকান ছিল তিন ভাই জামাল মিয়া, চান মিয়া ও কামাল মিয়ার। ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারেননি তাঁরা। সব হারিয়ে এখন শুধুই কাঁদছেন তিন ভাই। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের ৫০টি ইউনিট কাজ করছে। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।তোফাজ্জল, রাসেলদের চোখে জল, দোকান থেকে বের করতে পারেননি কিছুই ভয়াবহ আগুনে বঙ্গবাজারের দোকানগুলো নিশ্চিহ্ন হয়ে গেছেভয়াবহ আগুনে বঙ্গবাজারের বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বলেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বলছেন, পুরো বাজারটিই একরকম শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে ব্যবসায়ীদের ছোটাছুটি ও কান্নাকাটি করতে দেখা গেছে।আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। সূত্র: প্রথম আলো

অপ্রাতিষ্ঠানিক খাতে ৮৪ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি
বাংলাদেশের অর্থনীতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের আকার প্রায় ৩০ শতাংশ। এই খাতে সুষ্ঠুভাবে কর আহরণ না হওয়ায় প্রতিবছর ৮৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে দেশ। ২০১০ সালে অপ্রাতিষ্ঠানিক খাতে করের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা, যা ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকা।পাশাপাশি কর অস্বচ্ছতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার; যার পরিমাণ ৫৫ হাজার ৮০০ কোটি টাকা থেকে দুই লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।গতকাল সোমবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে ‘করপোরেট খাতে কর স্বচ্ছতা : বাজেটে সরকারি আয়ের অভিঘাত’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এই তথ্য তুলে ধরেন। যদিও ব্রিফিংয়ের মূল বিষয় ছিল করপোরেট খাতের কর স্বচ্ছতা, কিন্তু আলোচনায় প্রাধান্য পেয়েছে সরকারের কর হারানোর বিষয়টি। এ সময় সংস্থাটি চলমান অবস্থা থেকে উত্তরণে কর জালের আওতা বৃদ্ধি এবং কর অব্যাহতির প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে। গবেষণা প্রতিবেদনে কর অস্বচ্ছতাকে তারা কর ফাঁকি ও কর এড়ানো—এই দুই ভাগে ভাগ করেছে। সূত্র: কালের কণ্ঠ

আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে

রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনা-বিমান-নৌ সদস্যরা, ঘটনাস্থলে হেলিকপ্টার-আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।এছাড়া আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছেন নৌবাহিনীর কর্মীরাও। রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট-মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। সূত্র: সমকাল

হঠাৎ ইভিএম থেকে সরল ইসি
আগামী নির্বাচনে ব্যালটে ভোট ৩০০ আসনে
আর্থিক সংকটের কারণ দেখিয়ে ইসির পিছুটান * কমিশনের হাতে থাকা দেড় লাখ ইভিএমের আয়ুষ্কাল শেষ নভেম্বরে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন তারা ৩০০ আসনেই কাগজের ব্যালটে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুই লাখ ইভিএম কেনার প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি। এছাড়া ইসির কাছে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য সরকারের কাছ থেকেও টাকা পাওয়া যাচ্ছে না। এসব কারণে কাগজের ব্যালটে ভোটের সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তবে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না হলেও আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে এ মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার নির্বাচন ভবনে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব). মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে সিইসি ও নির্বাচন কমিশনার কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। সচিব বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে এবং এর কার্যক্রম চলমান থাকবে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার কারণ সম্পর্কে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে এ মেশিন মেরামতের জন্য ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকা চাওয়া হয়েছিল। ওই অর্থপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে এ মেশিন ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে এড়িয়ে যান তিনি। সূত্র: যুগান্তর

Nagad

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট
বিদ্যুৎ কেনায় বিপিডিবির ব্যয় বাড়ছে ২৪ হাজার কোটি টাকা

বিদ্যুৎ কেনার ব্যয় সংকুলান নিয়ে চাপে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। একদিকে জ্বালানির অতিরিক্ত ব্যয়, অন্যদিকে বিপুল অংকের ক্যাপাসিটি চার্জ। সব মিলিয়ে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত অর্থ দিয়ে বিদ্যুৎ ক্রয়ের ব্যয় সংকুলান অসম্ভব হয়ে পড়েছে। ফলে নতুন করে সংশোধন করতে হয়েছে ২০২২-২৩ অর্থবছরে বিপিডিবির জন্য বরাদ্দকৃত বাজেট। চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ কেনা বাবদ বিপিডিবিকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছিল ৬০ হাজার ৯৪৫ কোটি টাকা। মার্চে তা বাড়িয়ে এ বাবদ মোট ৮৪ হাজার ৭৭৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। সে অনুযায়ী এবার বিপিডিবির বিদ্যুৎ কেনায় ব্যয় বাড়ছে প্রস্তাবিত বাজেটের তুলনায় ২৩ হাজার ৮২৯ কোটি টাকা।সংস্থাটির অন্যান্য খাতের ব্যয় সংকোচনের মাধ্যমে বাড়তি এ খরচ সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বরাদ্দ সংশোধনের সময়ে এর মধ্যেই বিদ্যুৎ ক্রয়ের ব্যয় সীমিত রাখার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। তবে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে অর্থ মন্ত্রণালয় সেটিও বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে।বিপিডিবির সংশোধিত বরাদ্দ পর্যালোচনায় দেখা যায়, শুধু আমদানি বাদে বাকি সব খাতেই বিদ্যুৎ ক্রয়ে সংস্থাটির ব্যয় বাড়তে যাচ্ছে। এবারো সংস্থাটির সবচেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) ও ছোট আকারের আইপিপি (এসআইপিপি) থেকে বিদ্যুৎ কেনায়। অনুমোদিত বাজেটে আইপিপি ও এসআইপিপি থেকে বিদ্যুৎ কেনায় বরাদ্দ ছিল ২৯ হাজার ৪৩৮ কোটি ৯৮ লাখ টাকা। সংশোধিত বাজেটে বরাদ্দ দাঁড়িয়েছে ৪২ হাজার ৫ কোটি টাকায়। সে অনুযায়ী এ খাতে ব্যয় বাড়তে যাচ্ছে ১২ হাজার ৫৬৬ কোটি টাকা। সূত্র: বণিক বার্তা।

২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তায় ব্যয় বাড়বে ১,৫০০ কোটি টাকা

আগামী ২০২৩-২৪ অর্থবছরে নতুন করে ৭.৩৫ লাখ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া, প্রায় এক দশক পর আগামী অর্থবছর বয়স্ক ভাতা ও বিধবা ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হচ্ছে– সাম্প্রতিক সময়ে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে। সোমবার (৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় – ফলে নতুন অর্থবছরে এখাতে অতিরিক্ত ১,৫২৬ কোটি টাকা ব্যয় হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং আগামী জাতীয় নির্বাচন বিবেচনায় সভায় অংশ নেওয়া প্রতিটি মন্ত্রণালয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাতার পরিমাণ ও উপকারভোগী বাড়ানোর প্রস্তাব করেন। সভায় উপস্থাপন করা নথি অনুযায়ী– বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতা – সকল কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ২৩,৭৪,০০০ বাড়ানোর প্রস্তাব করেছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়। তাতে সব মিলিয়ে আগামী অর্থবছর ব্যয় বৃদ্ধি পেত ৩,৪৪৫ কোটি টাকা।তবে উপকারভোগীর সংখ্যা এবং সব ক্যাটাগরিতে ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দেন অর্থমন্ত্রী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে সভায় অর্থমন্ত্রী বলেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা আগের তুলনায় কমেছে। এ অবস্থায় সকল ক্যাটাগরিতে উপকারভোগী বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক হবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আগামীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে একটি, এটি কিভাবে কাজ করবে
আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে এক ছাতার নিচে এনে কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি।

এ লক্ষ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) নামে আলাদা কর্তৃপক্ষ গঠনেরও পরিকল্পনা করা হচ্ছে।সেখানে ইউজিসির কর্মকর্তাসহ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকরা থাকবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এ পরিকল্পনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সোমবার ঢাকার আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় এসব তথ্য জানা যায়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও ছিলেন।তবে এনটিএ কোন ফর্মুলায় কাজ করবে, এর কার্যপরিধি কেমন হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, ফলাফল নিরূপণ করা হবে কিভাবে- এসব প্রক্রিয়া ও পদ্ধতির বিষয়েএখনও আলোচনা চলছে এবং এ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইউজিসি।কর্মকর্তারা বলছেন, ইউজিসি, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিথযশা শিক্ষকরা একটি কমিটি গঠন করবে। সেই কমিটি আলাপ আলোচনার মাধ্যমে যাবতীয় সিদ্ধান্ত নেবে।তবে নতুন এই পদ্ধতি চালু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে, অর্থ সাশ্রয় হবে বলে মনে করছে ইউজিসি। সূত্র: বিবিসি বাংলা।

‘আমার ৫টা দোকান ছিল, সব পুড়ে শেষ’

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন। আগুন নিয়ন্ত্রণে চার ঘণ্টার বেশি সময় চেষ্টা করলেও এখানো নিয়ন্ত্রণে আসেনি। এ দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আশপাশের ভবনগুলোতেও।সরজমিনে দেখা যায়, পাশের ইসলামিয়া মার্কেট, রাস্তার বিপরীত পাশের বঙ্গবাজার হোমিও কমেপ্লেক্সে আগুন দাউ দাউ করে জ্বলছে। এসব মার্কেট থেকে আগুনের ঝুঁকি নিয়ে মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা। আর এতে তাদের সহায়তা করছেন স্থানীয় তরুণরা। অগ্নিকাণ্ডে দোকানে থাকা মালামাল পুড়ে যাওয়া কান্নায় ভেঙে পড়েন এক ব্যবসায়ী। বাবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার পাঁচটা দোকান ছিল, বঙ্গবাজারে সব শেষ। ইসলামিয়ায় ২টা ছিল, তাও নাই। পাশের ভবন থেকে গোডাউনের মাল সরাইতেছি।’আরেক ব্যবসায়ী আক্তার আকন্দ কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার সব শেষ। সব পুইড়া গেছে। বরিশাল প্লাজার পাঁচ তালায় গোডাউন ছিল। তাও পুইড়া গেছে। যা আছে নামাইতেছি।’ সূত্র: দৈনিক বাংলা

এক ঢিলে দুই পাখি শিকার ইসির!

ইলেকট্রনিকস ভোটিং মেশিন (ইভিএম) থেকে হঠাৎ সরে আসাকে বিরোধীদের দাবি মেনে নির্বাচন কমিশনের আস্থা অর্জনের চেষ্টা বলে মনে করছেন বিশিষ্টজনরা। যদিও ইভিএম থেকে সরে আসার সিদ্ধান্তকে নির্বাচন কমিশন অর্থনৈতিক কারণ বলে উল্লেখ করেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বিরোধীদের দাবি আমলে নেওয়া ও আর্থিক কারণ এ দুটোকে প্রাধান্য দিয়ে নিরুপায় হয়েই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইসি বলছে, রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলার সঙ্গে সংসদ নির্বাচন ঘিরে বড় পরিকল্পনাও সাজান সিইসিসহ নির্বাচন কমিশনাররা। ইভিএম ব্যবহারের পরিকল্পনা পুরোপুরি হোঁচট খেয়েছে সরকার সাড়া না দেওয়ায়। এর মধ্যে কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন করে প্রশংসা পেলেও গাইবান্ধার উপনির্বাচনে অনিয়ম দেখে ভোট বন্ধ করে দেওয়ার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে তৃপ্তির ঢেকুরও তুলেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে মূল চ্যালেঞ্জ যে সংসদ নির্বাচন, সেটি কমিশন জানেন। এ জন্য কমিশন এক ঢিলে দুই পাখি শিকারের পন্থা নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যালটে ফিরে আসার সিদ্ধান্তের ফলে যেসব রাজনৈতিক দল দাবি তুলেছিল তাদের বলার মতো দরজা খুলল। আবার সরকার খরচ কমানোর যে পরামর্শ দিয়েছিল, সেটিও রক্ষা হলো। সূত্র: দেশ রুপান্তর

ইলিশের মোকামে তরমুজ, ভাবাচ্ছে বৃষ্টি

মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বরিশালে ইলিশের মোকামে উঠেছে তরমুজ। নগরীর পোর্ট রোডের মোকাম এখন সরগরম মৌসুমি এ রসালো ফল কেনাবেচায়। তবে চৈত্রের বৃষ্টি ও মেঘলা আবহাওয়া ভাবনায় ফেলে দিয়েছে ব্যবসায়ী ও চাষিদের। বৃষ্টির পর দাম যেমন কমছে, তেমনি পচন ধরেছে, নষ্ট হচ্ছে বেশি। সূত্র: বিডি নিউজ