লিটন-সাকিবের দাপটে ৭৭ রানে সিরিজ জয় বাংলাদেশের
লিটন দাসের রেকর্ড ফিফটির পর সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল টাইগাররা।
এদিনে ৫ উইকেট শিকার করে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় উঠে গেলেন শীর্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৯ মার্চ) বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭৭ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরা ৯ উইকেটে ১২৫ রানে থামে।


টানা দুই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ নিশ্চিত হলো বাংলাদেশের।
২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে আইরিশরা। যেখানে প্রথম বলেই উইকেট হারায় আইরিশরা।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন বেঞ্জামিন হোয়াইট। অ্যাডায়ার নেন এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৭ ওভারে ২০২/৩ (লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮*, তাওহিদ ২৪, শান্ত ২* ; ডেলানি ২-০-২৪-০, অ্যাডায়ার ৪-০-৫২-১, হিউম ৩-০-৪৯-০, হ্যান্ড ১-০-১৯-০, হোয়াইট ৪-০-২৮-২, ট্যাক্টর ২-০-১৭-০, ক্যাম্ফার ১-০-১০-০)।
আয়ারল্যান্ড : ১৭ ওভারে ১২৫/৯ (পল স্টার্লিং ০, রস ৬, ট্যাকার ৫, ট্যাক্টর ২২, ডেলানি ৬, ডকরেল ২, ক্যাম্ফার ৫০, অ্যাডায়ার ৬, হ্যান্ড ২, হিউম ২০, হোয়াইট ২; তাসকিন ৪-০-২৭-৩, সাকিব ৪-০-২২-৫, নাসুম ৩-০-৩৭-০, মিরাজ ১-০-৯-০, হাসান ২-০-৬-১, মুস্তাফিজ ৩-০-২১-০ )।
ফল : ৭৭ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ : ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।