আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
কীভাবে এই জগতে এলেন, জানালেন দুই যৌনকর্মী
প্রাণোচ্ছল ও ব্যস্ততম সমুদ্র সৈকতের দিকে এক ঝলক তাকালেই বুঝে ফেলা যায় এর আভিজাত্য। সাগর তীরবর্তী রিসোর্ট, রেস্তোরাঁ, হোটেল এবং টাটকা সব খাবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এ জাঁকজমকপূর্ণ স্থানের খুব কাছেই আবার বিপরীত চিত্র। সেখানে আছে এক অন্ধকার জগৎ, যেখানে নারীরা প্রতিনিয়ত মাদকের ফাঁদে পড়েন, যৌন নিপীড়নের শিকার হন। কম বয়সী, সর্বস্বান্ত এবং অসহায় নারীরাই মূলত এ জগতে আটকা পড়েন। কয়েক বছরের গৃহযুদ্ধের পর এখনো সহিংসতার হুমকিতে থাকা সোমালিয়ার মোগাদিসু শহরটিতে নারীরা কীভাবে যৌন পেশার অন্ধকার জগতে জড়িয়ে পড়ছেন, তা নিয়ে দুজন নারীর সঙ্গে কথা বলেছে বিবিসি। ওই দুই নারীই যৌন কর্মী। তাঁদের পরিচয় গোপন রাখার স্বার্থে বিবিসির প্রতিবেদনে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী ফারদোসা তিন বছর ধরে যৌন কর্মী হিসেবে কাজ করছেন। মোগাদিসুর ওয়ার্ডহাইলি এলাকার বাসিন্দা তিনি। লাল পর্দায় ঘেরা অন্ধকার একটি কক্ষে বসে বিবিসির প্রতিনিধির সঙ্গে কথা বলেন এ নারী। সূত্র: প্রথম আলো


হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি
রুশ নেতার হুঁশিয়ারি নাকচ আইসিসির
রাশিয়ার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুধবার তা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মস্কোর হুমকির পরিপ্রেক্ষিতে আইসিসির আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ এ প্রতিক্রিয়া জানাল। উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি ও রাশিয়া এখন মুখোমুখি অবস্থানে। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির ‘অ্যাসেম্বলি অব স্টেট পার্টিজের’ বিবৃতিতে বুধবার বলা হয়, রাশিয়ার হুমকি নিয়ে সংস্থাটি উদ্বিগ্ন।পুতিন ও অন্য এক রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘উত্তর সাগরে থাকা রুশ জাহাজ থেকে হেগের আদালত ভবনে একটি হারপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা খুবই সম্ভব কাজ।’ সূত্র: কালের কণ্ঠ
ইফতারে এবার কম খাবে মানুষ
রমজানের আনন্দে মূল্যবৃদ্ধির আতঙ্ক
ভেড়া থেকে মুরগিতে নামছে ব্রিটেন
শুরু হয়ে গেছে পবিত্র রমজান। প্রতিবছর পুরো মুসলিম বিশ্বে এ মাসকে ঘিরে শুরু হয় নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে থাকে গোটা মুসলিম বিশ্ব। ১৯০ কোটি মানুষ। তবে এবারের পরিবেশটা অনেকটাই আলাদা। মূল্যবৃদ্ধির আতঙ্কে চাপা পড়ে গেছে রমজানের আনন্দ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারিসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দ্রব্যমূল্যে যেন আগুন লেগে গেছে। সব দেশেই একই হাল। মুদ্রাস্ফীতি বেড়েছে হুহু করে। নিত্যপণ্যের ‘গলাকাটা’ দামের আগ্রাসী ক্রোধে চুপসে গেছে মুসলিম বিশ্বের রমজান উদ্যাপন রেওয়াজও। তেল সম্পদে ভরপুর ধনী দেশখ্যাত মধ্যপ্রাচ্যের দশা সবচেয়ে খারাপ। করুণ অবস্থা আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতেও। বাজারের আগুন হাওয়ায় পুড়ে ছারখার ভালো খাওয়ার খায়েশ। ধনী দেশগুলোর অবস্থাও নাজুক। দামের চোটে প্রিয় ভেড়ার মাংস ফেলে ব্রিটিশরা নামছে মুরগির মাংসে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিওএফপি) জানায়, ২০২২ সালে ৭৯টি দেশে ৩৪৯ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীতার ভেতর ছিল। সহায়তার প্রয়োজন ছিল ১৪ কোটিরও বেশি মানুষের। ২০২৩ সালেও এ পরিসংখ্যানের খুব একটা পরিবর্তন হবে বলে মনে করছে না সংস্থাটি।যুক্তরাজ্য -এটি নৃশংস : যুক্তরাজ্যের জাতীয় জাকাত ফাউন্ডেশন (এনজেডএফ) দাতব্য সংস্থার সিইও সোহেল হানিফ বার্তা সংস্থা আলজাজিরাকে বলেন, আমি আগে কখনও ব্রিটিশ মুসলিম সম্প্রদায়কে রমজানে এমন ব্যয়বহুল সময়ের মুখোমুখি হতে দেখিনি। লাফিয়ে লাফিয়ে পণ্যমূল্য বৃদ্ধি-এটি নৃশংস! তিনি আরও বলেন, আমরা প্রতি ৪০ মিনিটে সহায়তার জন্য একটি করে নতুন অনুরোধ পাচ্ছি। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের মতে, মূল্যস্ফীতি ১৬.৮ শতাংশে দাঁড়িয়েছে। সূত্র: যুগান্তর
সিরিয়ায় মার্কিন বিমান হামলা শুরু
যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে বহুমুখী বিমান হামলা শুরু করেছে। বলা হচ্ছে, ইরানের মদদপুষ্টদের ড্রোন হামলায় মার্কিন ঠিকাদার নিহত এবং আরেকজন আহত ও পাঁচ মার্কিন সেনা আহত হয়েছে। এর জবাবেই সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা বিমান হামলা শুরু করেছে। খবর: রয়টার্স’র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, উত্তরপূর্ব সিরিয়ার হাসাকেহ প্রদেশে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথবাহিনীর ঘাঁটিতে বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে ইরানের মদদপুষ্ট গোষ্ঠী ড্রোন হামলা চালালে প্রতিশোধে বিমান হামলা চালু করা হয়।হামলায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি বলে ধারণা মার্কিন সামরিক বাহিনীর। সূত্র: সমকাল
চীন-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য
চলতি বছরেই অর্জিত হচ্ছে ২০ হাজার কোটি ডলার লক্ষ্যমাত্রা
পূর্বঘোষিত সময়ের আগেই রাশিয়া ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ হাজার কোটি ডলার স্পর্শ করবে। বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ায় শিগগিরই এ লক্ষ্যমাত্রা পূরণ করবে প্রতিবেশী দেশ দুটি। চীনভিত্তিক সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেন রাশিয়ার অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ। ২০১৯ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রায় বলা হয়েছিল, ২০২৪ সালের মধ্যে চীন-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ হাজার কোটি ডলার স্পর্শ করবে। গতকাল রুশ অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন চলতি বছরেই এ লক্ষ্যমাত্রা পূরণ করতে যাচ্ছে মিত্র দেশ দুটি।চীনের শুল্ক বিভাগের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৯ হাজার ২৭ কোটি ডলার, যা এক দশক আগের তুলনায় ১১৬ শতাংশ বেড়েছে। রাশিয়া থেকে জ্বালানি তেল, গ্যাস, কয়লা ও কৃষিপণ্য আমদানি করে চীন। রেশেতনিকভ জানান, বাণিজ্য ক্ষেত্রে কয়েক বছরে দুই দেশের মধ্যে সহযোগিতা বেড়েছে। জ্বালানি খাতে তা বিশেষভাবে লক্ষণীয়।চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী দেশ হিসেবে দাঁড়িয়েছে রাশিয়া। চীনের শুল্ক বিভাগের উপাত্তে দেখা গেছে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে এ সময়ে ১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে রাশিয়া।রাশিয়াভিত্তিক বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, সাইবেরিয়া পাইপলাইনে করে চীনে দৈনিক প্রাকৃতিক গ্যাস সরবরাহের রেকর্ড গড়েছে গ্যাজপ্রম। সূত্র: বণিক বার্তা।
ফ্রান্সের পেনশন আন্দোলনের বিক্ষোভকারীরা বোর্দোর টাউন হলে আগুন দিল
পেনশন পাওয়ার বয়স বৃদ্ধি নিয়ে শুরু হওয়া আন্দোলনের মধ্যে বোর্দো শহরের টাউনহলে আগুন লেগে গিয়েছে। অবসর গ্রহণের বয়স আরও দুই বছর বাড়িয়ে ৬৪ করার নীতিমালা কার্যকর করায় এই আন্দোলন শুরু হয়। কোনো ধরনের ভোট ছাড়াই প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে ফরাসি সংসদের নিম্নকক্ষে এই নিয়ম জারি করায় এই আন্দোলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সারা দেশজুড়ে দশ লক্ষেরও বেশি ফরাসি রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ১,১৯,০০০ জন নেমেছে রাজধানী প্যারিসেই। পুলিশ রাজধানীতে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে। সারাদেশজুড়ে ৮০ জন ফরাসি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে থাকা বোর্দো শহরে একদিন ধরে আন্দোলন আর সংঘর্ষ চলার পর শহরটির টাউন হলের সামনের দরজায় আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পেছনে কারা দায়ী তা নিশ্চিত করা না গেলেও খুব দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
চীনের বিরুদ্ধে ব্যবস্থা প্রশ্নে বিভক্ত ইইউ
‘চীনকে কোণঠাসা করতে ইইউ এবার আমেরিকার সঙ্গে হাত মেলাক। কিন্তু ইইউ তার থেকে বিরত থেকেছে’.
ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন মাত্রা দিচ্ছে চীন। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরের পর। এতে চীনকে নিয়ে চিন্তা বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। চীন রাশিয়াকে অস্ত্র দিতে পারে, মনে করছে ইইউ। এ অবস্থায় চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বিষয়টিতে এক কাঠি সরেস লিথুয়ানিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্যান্ডসবার্গিস জার্মান গণমাধ্যম ডিডব্লিউকে বলেছেন, ‘শি জিনপিং যদি একজন ঘোষিত যুদ্ধাপরাধীর সঙ্গে বন্ধুত্ব বাড়ান, তাহলে আমাদেরও চীনকে নিয়ে নতুন করে ভাবতে হবে।’ গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। তারপর মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন শি জিনপিং। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মনে করছেন, চীনের সঙ্গে দ্রুত সম্পর্কচ্ছেদ করতে হবে। যত তাড়াতাড়ি এটা করা হয়, ততই ভালো। তবে ইইউর সব সদস্য দেশ এ রকম চরম পদক্ষেপ নেওয়ার পক্ষে নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইইউর এক কর্মকর্তা বলেছেন, গত কয়েকবছরে শি ও পুতিন অন্তত ৪০ বার বৈঠক করেছেন। ফলে এখন শি রাশিয়া গিয়ে পুতিনের পাশে থাকার বার্তা দেবেন সেটাই স্বাভাবিক। ইইউর দেশগুলোর সাধারণ মনোভাব হলো, চীন এখন রাশিয়ার দুর্বলতার সুযোগ নিতে চাইছে। সূত্র; বিডি প্রতিদিন।
কোণঠাসা হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র
এক বছর অতিক্রম করা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের রাজনৈতিক মেরুকরণ বদলে দিচ্ছে। এ যুদ্ধটি আদতে পশ্চিম বনাম রাশিয়ার যুদ্ধ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে যাতে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে চীনের ভূমিকা। চীন শুরু থেকেই যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে থেকে ভারসাম্য বজায় রেখে চলছে বলে জানিয়ে আসছে। তবে এটাও সত্য যে, আন্তর্জাতিক কোনো অঙ্গনেই বা সম্মেলনে আসরে চীন এ যুদ্ধের কারণে রাশিয়ার প্রতি আনা কোনো নিন্দা প্রস্তাবেই সাড়া দেয়নি। চীনকে নিয়ে পশ্চিমা আশঙ্কার মধ্যেই যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা নিয়ে হাজির পেইচিং। এরপর মস্কো সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। সফরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং যুদ্ধ বিরতিতে চীনের শান্তি পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলে গেলেন চীনের নেতা। ইউক্রেনের জন্য যে শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়া ও চীন আলোচনা করছে, যুক্তরাষ্ট্র তাকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে, কারণ চীনে তাদের বিশ্বাস নেই। বাস্তবতা হলো, চিনপিং-পুতিনের বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে বেশ অস্বস্তিতে ফেলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মস্কোর বৈঠক আর পেইচিংয়ের শান্তি প্রস্তাব বাইডেন প্রশাসনের ভেতর অস্বস্তির অনুভূতি উসকে দেওয়ার পাশাপাশি দুই প্রতিপক্ষের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত নানা প্রশ্নে ভেতরে ভেতরে আলোচনার সূচনা ঘটিয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, চীনের শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে দিতে পারে, ওয়াশিংটনের এমন আশঙ্কা আছে।য়াশিংটন ভাবছে, যুক্তরাষ্ট্র যদি চীনের শান্তি পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করে, তাহলে যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার দেশগুলোর কাছে পেইচিং এটা প্রচার করতে পারবে যে ওয়াশিংটন আসলে শান্তিতে আগ্রহী নয়। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এ শান্তি প্রস্তাব নাকচ করে দেয়, তাহলে চীন এ বার্তা ছড়িয়ে দিতে পারে যে যুদ্ধ শেষ হোক যুক্তরাষ্ট্র এটা চায় না।’ ইতিমধ্যে মস্কো-পেইচিং সম্মিলিতভাবে এ অভিযোগ তুলতে শুরু করেছে। চীনের সর্বোচ্চ কূটনীতিক ওয়াং ই এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কয়েকবার বলেছেন, যুদ্ধটা শেষ হোক তা চায় না পশ্চিমারা।এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাণিজ্যযুদ্ধ থেকে পেইচিং-ওয়াশিংটনের মধ্যে যে শীতলতার শুরু তা বাইডেন প্রশাসনের সময় আরও শীতলতর হচ্ছে। সম্প্রতি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকারের সফর থেকে শুরু করে চীনের বেলুন ভূপাতিত করাতে শীতলতা স্পষ্ট হচ্ছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক রূপ নিলেও চীনকে এতে ঘেঁষতে দিতে না চাইলেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তা পারেনি। যুদ্ধ বন্ধে চীনের শান্তি পরিকল্পনা কার্যত যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলেছে।যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইতিমধ্যে দাঁড় করিয়ে দিয়েছে চীন। আর তা হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পরীক্ষিত ও দীর্ঘদিনের মিত্র সৌদি আরবে নিজস্ব প্রভাব বলয়ে নিয়ে আসা। সৌদি-ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে চীন। মস্কোর রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ড্রু করইয়েবকো বলেছেন, ‘বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটছে। এটা যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্য দুঃসংবাদ। কারণ শি-পুতিনের ঘনিষ্ঠতা নিঃসন্দেহে নতুন একটি বলয় গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্র: দেশ রুপান্তর
ব্রিটেনে অঙ্গ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হলেন নাইজেরিয়ার সিনেটার
কিডনি প্রতিস্থাপনের লক্ষ্যে এক ব্যক্তিকে ব্রিটেনে পাচার করার দায়ে নাইজেরিয়ার একজন সিনেটার এবং তার স্ত্রীকে লন্ডনে দোষী সাব্যস্ত করা হয়েছে। সিনেটার আইক একওয়েরেমাডু এবং তার স্ত্রী বিয়েট্রিস ঐ লোকের কিডনি তাদের মেয়ে সোনিয়াকে দেয়ার পরিকল্পনা করেছিলেন, যিনি কিডনি রোগে ভুগছেন।ব্রিটিশ সরকারি কৌঁসুলিরা বলছেন, লেগোসের ২১-বছর বয়সী হকার এই ভুক্তভোগীকে আট হাজার ডলার এবং ব্রিটেনে সুন্দর জীবনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।ঐ ব্যক্তি বলছেন, হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে কী ঘটতে চলেছে। সূত্র: বিবিসি বাংলা।
লোকসভার পদ হারানোর ঝুঁকিতে দণ্ডিত রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে মন্তব্যের দায়ে আদালতে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তার আইনসভার পদ হারানোরও ঝুঁকিতে রয়েছেন। কেবল তাই নয়, সাজার ওই রায় উচ্চ আদালতে স্থগিত বা বাতিল না হলে আগামী নির্বাচনেও অংশ নিতে পারবেন না কেরালার ওয়েনাদ থেকে নির্বাচিত এই এমপি।২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবির মিল নিয়ে কটাক্ষ করেছিলেন; বলেছিলেন, “সব চোরের পদবি মোদী হয় কী করে?”ওই মন্তব্যের জেরে বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করে দেন। আর সেই মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের সুরাটের একটি আদালত।সাজা হলেও রাহুল জামিন পেয়েছেন, তাকে আপিল করার সুযোগ দিতে ৩০ দিনের জন্য দণ্ড স্থগিত রাখা হয়েছে। সূত্র: বিডি নিউজ