গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: মৃত্যু ১, নারীসহ উদ্ধার ২২
রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। একই ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও একজন শিশু রয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


এর আগে, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ইতোমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ ভবনটির সামনে এসে পৌঁছেন তিনি।
আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনের ভেতরে প্রবেশ করে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই ভবনের ছাদে অবস্থান নেন। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
অন্যদিকে আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লাফিয়ে পড়ে ওই ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাত তলায় আগুন লাগে। পরে আগুন ওই ভবনের কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।