অবশেষে সেই আকসির নগরে উচ্ছেদ অভিযান

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

ঢাকার ধামরাইয়ে জোরপূর্বক কৃষকদের ফসলী জমি দখল করে গড়ে ওঠা আকসির নগর আবাসন প্রকল্পে অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের সাইনবোর্ড, ব্যানারসহ বেশকিছু স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সারাদিন ডট নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী ।

এর আগে গতকাল (১৮ ফেব্রুয়ারি) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে মাখুলিয়া এলাকার আকশির নগর আবাসন প্রকল্পে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী সারাদিন.নিউজকে বলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে কৃষকদের ফসলী জমি জোরপূর্বক দখল করে আকশির নগর নামক আবাসন প্রকল্প স্থাপনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অনুমোদন বিহীন প্রকল্পের নামে স্থাপিত সাইনবোর্ড/ব্যানারসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, অসহায় ও নিরীহ কৃষকদের পাশে থাকতে ধামরাই উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ভূমি দস্যুরা যতই প্রভাবশালী হোক না কেন সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ করা হবে। সেই ধারাবাহিকতায় আজ কুল্লা ইউনিয়নের আকশির নগর আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

কৃষকদের ফসলী জমি জোরপূর্বক দখল করে ভরাটকৃত বালুর বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, যেসকল কৃষকদের জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করা হয়েছে ওই সকল কৃষকরা চাইলে তাদের জমিতে বালু রেখে দিতে পারেন। তারা (কৃষকরা) চাইলে বালু অপসারণ বা বিক্রি করতেও পারেন।

Nagad