আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

এবার চীনের জলসীমায় উড়ছে ‘রহস্যময় বস্তু’

উত্তর ও দক্ষিণ আমেরিকার আকাশে চীনা গোয়েন্দা বেলুনের ওড়াউড়ি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই এবার চীনের আকাশে ‘রহস্যময় বস্তু’ শনাক্ত হয়েছে। তবে উড়ন্ত বস্তুটি আসলে কী, তা নিশ্চিত করতে পারেনি চীনা প্রশাসন। নিজস্ব জলসীমায় উড়ে চলা বস্তুটি গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছে চীন।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের বন্দর নগরী কুইংদাওয়ের জলসীমায় রহস্যময় বস্তু উড়তে দেখা গেছে। কুইংদাওয়ের জিমো ডিস্ট্রিক্টের সমুদ্রবিষয়ক উন্নয়ন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যময় উড়ন্ত বস্তুটি গুলি করে নামানোর প্রস্তুতি নিয়েছে। এ জন্য সেখানকার ব্যস্ততম বন্দর ও জেলেদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র: প্রথম আলো

যুগান্তকারী পদ্ধতি রেডিওলিগ্যান্ড থেরাপি

রেডিওলিগ্যান্ড থেরাপিকে রেডিওনিউক্লাইড বা রেডিওফার্মাসিউটিক্যাল থেরাপিও বলা হয়ে থাকে। এই থেরাপির মাধ্যমে কেবল সুনির্দিষ্ট ক্যানসার আক্রান্ত কোষগুলোতেই বিকিরণ প্রয়োগ করা হয়। ক্যানসারের চিকিত্সার অন্য যেসব ধরন বা পদ্ধতি রয়েছে, সেসব পদ্ধতিতে শরীরের যেকোনো দ্রুত বিভাজিত কোষকে লক্ষ্যবস্তু করে থাকে। এতে করে অনেক সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত হয়। রোগীদের ভয়ংকর সব পার্শ্বপ্রতিক্রিয়া ভোগ করতে হয়। তাই রেডিওলিগ্যান্ড থেরাপি নির্ভুল ও স্বাস্থ্যকর পদ্ধতি। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অনেক রোগী এই থেরাপিতে অত্যন্ত সীমিত পার্শ্বপ্রতিক্রিয়া ভোগ করেই সুস্থ হয়েছেন। তবে এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। কারণ, এই ওষুধের মেয়াদ সীমিত। এটি ক্যানসারের চিকিত্সার একটি কার্যকরী পদ্ধতি। এই রেডিওলিগ্যান্ড থেরাপির বিষয়ে বিশ্বের অনেক বিশেষজ্ঞ ও ক্যানসার রোগী অধীরভাবে অপেক্ষা করছেন। এই থেরাপির একটি সীমাবদ্ধতা হলো, ওষুধটি তৈরি হওয়ার পর সীমিত সময়ের মধ্যেই মেয়াদ শেষ হয়ে যায়। দ্রুত উৎপাদন ও সরবরাহপদ্ধতির কারণে অত্যন্ত ব্যয়বহুল এই পদ্ধতি। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

এবার ভূমিকম্পে কাপল সিকিম

ভারতের সিকিমে আজ সোমবার ভোরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৩। ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সিকিমের ইউকসাম শহরে এ কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্র থেকে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিলো মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে এ ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। তবে ভূকম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলে জানা গেছে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

আলোচনায় ফের রাশিয়া-ইউক্রেন

বছর ঘুরতে চলল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। আপাতত কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যুদ্ধ বন্ধের। তবে মাঝে মধ্যে কোনো কোনো দেশ মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করছে। কিন্তু এতে শর্ত দিয়ে বসছে দুই দেশই। তবে নতুন করে আবারও আলোচনার আভাস পাওয়া যাচ্ছে দুই দেশের। এ প্রসঙ্গে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন জাভেজদা বলেন, আলোচনায় বসার জন্য কোনো পূর্বশর্ত থাকা উচিত নয় কিয়েভের। আর বৈঠকের জন্য যে কোনো সময় প্রস্তুত মস্কো। সম্প্রতি একটি রুশ টেলিভিশনে এ সাক্ষাৎকার দেন ভারশিনিন জাভেজদা। তাতে তিনি দাবি করেন, ‘আলোচনার জন্য বরাবরই শর্ত ছুড়ে দিয়ে আসছে ইউক্রেন। কিন্তু বিষয়টি বিদ্যমান বাস্তবতার ওপর ভিত্তি করে হওয়া উচিত।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘যে কোনো শত্রুতা আলোচনার মাধ্যমেই অবসান ঘটে। স্বাভাবিকভাবেই আমরা আগেও বলেছি বৈঠকে বসতে প্রস্তুত। আর তা সম্ভব পূর্বশর্ত ছাড়া। কিন্তু মস্কোর সঙ্গে কিয়েভের আলোচনায় বসার সিদ্ধান্তটি নেয় ওয়াশিংটন ও ব্রাসেলস।’ কবে আলোচনা শুরু করা যেতে পারে এ বিষয়ে কোনো পরিকল্পনা অথবা প্রস্তাব রাখেননি উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন। বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণায় হামলা বেড়েছে : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। আর ইঙ্গিতেই ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। সূত্র: বিডি প্রতিদিন।

এবার পিস্তল-বন্দুক হাতে লুটপাটে নেমেছে তুর্কিরা
দরজা জানালা ভেঙে ঘর-বাড়িতে ঢুকছে। ৯৮ জনকে গ্রেফতার। * শৌচালয় সংকট, কম্বল দিয়ে ঢেকে রাখা হচ্ছে মরদেহ, ছড়াচ্ছে দুর্গন্ধ

মিকম্পের ট্র্যাডেজিকে কাজে লাগিয়ে লুটপাট চালানো হচ্ছে তুরস্কের বাড়িঘর, দোকানপাট সব জায়গায়। শুরুর দিকে খালি হাতে হলেও এবার পিস্তল-বন্দুক নিয়ে লুটপাটে নেমেছে তুর্কিরা। দ্রুত সাহায্য না পৌঁছানোয় এক দল সুপারশপে ঢুকে খাদ্য ও শিশুপণ্য লুট করছে। অন্য দল পোশাক, ইলেকট্রনিক সামগ্রীসহ দামিসব পণ্য লুটপাটে ব্যস্ত। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির সবকটি অঞ্চলের চিত্র প্রায় একইরকম। এটিএম বুথ, স্মার্টফোনের দোকান-সব জায়গায়ই সমানতালে চলছে লুটপাট। এমনকি পোশাক খুলে নিয়ে যাওয়া হচ্ছিল ম্যানিকুইনের শরীর থেকেও। এপি, সিএনএন। দৌড়ে সামনে আসছে একটি রক্তাক্ত মুখ। পেছনে লোহার দণ্ড নিয়ে ধেয়ে আসছে এক দোকানদার। তার বিরুদ্ধে অভিযোগ লুটপাটের। এই চিত্র তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর হাতায়ের। এখানে এ পর্যন্ত লুটপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪২ জনকে। এ সময় তাদের কাছ থেকে (লিরা) টাকা, স্মার্টফোন, কম্পিউটার, অস্ত্র, গহনা ও ব্যাংক কার্ড জব্দ করা হয়। সন্দেহভাজনদের আটকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাহারা দিতে যোগ দিয়েছেন দোকানদাররাও। ভূমিকম্পের পর নির্জন তুরস্কের এই প্রাচীন শহরের রাস্তাগুলো। সূত্র: যুগান্তর

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশ দুটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৭৯ জনে। খবর সিএনএনের। তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র (এসএকেওএম) জানিয়েছে, রোববার পর্যন্ত দেশটিতে অন্তত ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে সিরিয়ার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ পর্যন্ত চার হাজার ৫৭৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, তুরস্ক ও সিরিয়ার ধ্বংসস্তূপে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জাতিসংঘ বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে অন্তত ৫৩ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তুরস্ক ও সিরিয়ার প্রায় ৯ লাখ মানুষের জরুরি গরম খাবারের সহায়তা প্রয়োজন।-সূত্র: দৈনিক বাংলা।

ইইউর কার্বন নিঃসরণ নীতিমালা
ইউরোপে আকাশপথে যাত্রীসেবার খরচ বাড়ছে

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ দূষণ রোধে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, দেশ। এরই মধ্যে অনেকে তা বাস্তবায়ন করতেও শুরু করেছে। আকাশপথের দূষণ কমাতে বেশকিছু নির্দেশনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে কার্বন নিঃসরণের বিপরীতে তা রোধে নেয়া পদক্ষেপের খরচ বৃদ্ধি, জ্বালানি ব্যবহারের নির্দেশনাসহ বেশকিছু নিয়ম বেঁধে দেয়া হচ্ছে। এসব বাস্তবায়ন করতে গেলে খরচ বাড়বে এয়ারলাইনসগুলোর। এতে বাড়বে আকাশপথে যোগাযোগের টিকিটের দাম। সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পমূল্যে আকাশপথে ভ্রমণের দিন শেষ হতে চলেছে। ইইউর নিয়ম যদি পাস হয় তবে তা মেনে চলতে হলে কোনো এয়ারলাইনসের পক্ষেই আর গ্রাহকদের জন্য স্বল্পমূল্যে টিকিট বিক্রি করা সম্ভব হবে না। এমন একটি সময়ে ইইউর নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা আরোপ হতে যাচ্ছে, যখন কেবলই ঘুরে দাঁড়াতে শুরু করেছে খাতটি। নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর অন্যতম এয়ারলাইনস খাত। ঠিক যে সময় বিধিনিষেধের বেড়াজাল ছিঁড়ে খাতটিতে পুনরুদ্ধার শুরু হয়েছে, চাহিদা বাড়তে শুরু করেছে, সে সময়ই খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলো। সূত্র: বণিক বার্তা।

ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার, ভবন নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে তুরস্ক

তুরস্ক-সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজারে পৌঁছেছে। ১৯৩৯ সালের পর তুরস্কে এটিই এখন সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। নজিরবিহীন এ দুর্যোগের সময়েও তুরস্কের বিভিন্ন শহরে লুটপাটের ঘটন ঘটছে। ভূমিকম্পে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ তুরস্কের আন্তাকিয়া শহরের ব্যবসায়ীরা লুটপাট ঠেকাতে রোববার তাদের দোকানগুলো পুরোপুরি খালি করে ফেলেন। খবর রয়টার্সের। উদ্ধারকাজে সহায়তার জন্য অন্যান্য শহর থেকে আগত বাসিন্দারাও নিরাপত্তা পরিস্থিতির ক্রমঅবনতির কথা উল্লেখ করেছেন; ব্যবসা-প্রতিষ্ঠান এবং কম্পনে ধসে পড়া বাড়িঘর থেকে নির্বিবাদে লুট চলছে বলে জানান তারা। ভূমিকম্প পরবর্তী সময়ে সাড়াদান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সমালোচিত হয়েছেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে থাকা এরদোয়ান তার ক্ষমতাকালীন দুই দশকের সবচেয়ে কঠিন সময় পার করছেন বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লুটেরাদের কঠিনভাবে মোকাবিলা করা হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

তুরস্কের ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচ থেকে যেভাবে উদ্ধার করা হলো দুই বোনকে
মার্ভ! ইরেম! মার্ভ! ইরেম! উদ্ধারকর্মী মুস্তাফা ওজতুর্ক চিৎকার করেই যাচ্ছেন। আমাদের চারপাশের সবাইকে বলা হলে নিশ্চুপ থাকতে। উদ্ধারকর্মীদের এই দলটি দুই বোনকে খুঁজে বেড়াচ্ছে। বেঁচে যাওয়া অন্য মানুষরা বলছে, দুই বোন ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় চাপা পড়ে আছে। খুবই সংবেদনশীল কিছু যন্ত্র দিয়ে উদ্ধারকর্মীরা শোনার চেষ্টা করছে কোন সাড়া পাওয়া যায় কি না। কোন একটা কিছুর আশায় সবাই যেন স্থির হয়ে আছে। তারপরই যেন একটা কিছু ঘটলো। “ইরেম, প্রিয় ইরেম, আমি তোমার খুব কাছে, তুমি আমাকে শুনতে পাচ্ছো?, চিৎকার করে জানতে চাইলেন মুস্তাফা। আমরা যারা দেখছিলাম, তারা কিছু শুনতে পেলাম না। কিন্তু মনে হচ্ছে, ইরেম এখন সাড়া দিচ্ছে। মেয়েটির এক দল বন্ধু আমাদের সঙ্গে চুপচাপ বসে আছে। “তুমি খুবই দারুণ! এখন দয়া করে শান্ত থাকো, আমার কথার জবাব দাও। আচ্ছা, ও তাহলে মার্ভ। প্রিয় মার্ভ, আমার প্রশ্নের উত্তর দাও”, বলছিলেন মুস্তাফা। সূত্র: বিবিসি বাংলা।

যুদ্ধে চলতি মাসে রুশ সেনা মৃত্যুহার সর্বোচ্চে: ইউক্রেইন

ইউক্রেইন যুদ্ধের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত যে কোনও সময়ের তুলনায় চলতি মাসেই রুশ সেনা নিহতের হার সর্বোচ্চে। ইউক্রেইনের দেওয়া তথ্যে একথা জানানো হয়েছে। রাশিয়া বাহিনীর সেনা নিহতের পরিসংখ্যান দিয়ে ইউক্রেইন বলেছে, এই ফেব্রুয়ারি মাসে প্রতিদিন ৮২৪ জন রুশ সেনা নিহত হচ্ছে।যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় রুশ সেনা নিহতের এই পরিসংখ্যানকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। সেনা নিহতের সংখ্যা যাচাই করা যায়নি। তবে এই ধারা ‘সম্ভবত সঠিক’, বলছে যুক্তরাজ্য।ইউক্রেইন এমাসে প্রতিদিন ৮২৪ রুশ সেনা নিহতের যে তথ্য দিয়েছে, তা গতবছর জুন-জুলাইয়ে নিহত রুশ সেনাসংখ্যার চারগুণেরও বেশি। ওই সময় প্রতিদিন প্রায় ১৭২ জন রুশ সেনা নিহত হওয়ার খবর জানিয়েছিল ইউক্রেইন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় সম্প্রতি রুশ সেনা নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য কয়েকটি কারণের কথা উল্লেখ করেছে। এর মধ্যে আছে প্রশিক্ষিত সেনা কর্মকর্তার অভাব, যুদ্ধের সম্মুখসারিতে রসদ এবং সমন্বয়ের অভাব। সূত্র: বিডি নিউজ