বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তর মা আর নেই
বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত আর নেই। শনিবার (২৯ জানুয়ারি) রাতে ভারতের মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা জয়া সাওয়ান্ত। পরে ধরা পড়ে ব্রেন টিউমার। মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত কয়েকদিন ধরে রাখির মায়ের অবস্থা বেশ খারাপ ছিল। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে বলছিলেন রাখি, তবে শেষরক্ষা হলো না। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে রাখি জানিয়েছেন, রোববার শেষকৃত্য সম্পন্ন হবে।
রাখির মায়ের মৃত্যুর পর পাপারাৎজ্জিরা অভিনেত্রীকে হাসপাতালের বাইরে লেন্সবন্দি করেন। ভিডিওতে দেখা গেছে, মা-মা করে অঝোরে কাঁদছেন রাখি। পরিবারের অন্যান্যরা তাকে সামলাচ্ছেন। কাঁদতে কাঁদতেই রাখি বলছেন, “মা ছেড়ে চলে গেল আমাকে।”
এরপরই আদিল কোথায় খুঁজতে শুরু করেন তিনি। ‘ভাই’ (সালমান খানকে ডাকেন রাখি)-এর নাম নিয়েও কাঁদতে থাকেন রাখি। অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়িয়ে মায়ের দেহ নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়েন তিনি।
সারাদিন/২৯ জানুয়ারি/এমবি