মগবাজারে ড্রাম বিস্ফোরণ, চার পথচারী আহত
রাজধানীর মগবাজারে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ড্রাম বিস্ফোরণে চার পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়ারলেস গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।


আহত চার পথচারী হলেন- সাইফুল ইসলাম (৩৫), তারেফ (২০), শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা বিভাগের উপ-কমিশনার কমিশনার (ডিসি) মো: শহীদুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৯টা ৫০ মিনিটে মগবাজার ওয়ারলেস মোড়ে বিস্ফোরণের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রমনা বিভাগের ডিসি শহীদুল্লাহ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম বিস্ফোরণ হয়। এই ঘটনায় চার পথচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিসিটিভি ফুটেজ ও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে বলা যাবে ড্রামে কী ছিল।
সারাদিন/২৪ জানুয়ারি/এমবি