মুরাদ হাসানকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এমপির নাম ফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নাম ফলক স্থাপন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে একটি কুচক্রী মহল। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল।

লিখিত বক্তব্যে জানা যায়, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন । অনুষ্ঠানে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কুচক্রী মহলটি সক্রিয় হয়ে উঠে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও তার কর্মীদের জড়িয়ে গণমাধ্যম কর্মীদের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও মনগড়া তথ্য পরিবেশন করে। এ মিথ্যা সংবাদে মঙ্গলবার বিকালে পৌরসভার বাস-স্টেশন এলাকায় সংবাদ সম্মেলন করে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি জুয়েল রানা জিতু ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান দুর্জয় খান সহ আরও অনেকে।

সারাদিন. ১৭ জানুয়ারি. আরএ