ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা মারা গেছেন

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশটির রাজধানী রোমের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদার বয়স হয়েছিল ৯৫ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপিয়ান সিনেমার আবেদনময়ী নায়িকাদের মধ্যে অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। তিনি ইউরোপিয়ান সিনেমা ছাড়াও হলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন।

জিনাকে ১৯৫০-১৯৬০-এর দশকে ইউরোপিয়ান সিনেমার আলোচিত আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। সিনেমার পর্দায় জিনার অভিনয় ভিন্নমাত্রা দর্শকের হৃদয়ে যোগ করেছে। তিনি একের পর এক চরিত্রে জনপ্রিয়তা লাভ করে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

জানা গেছে, জিনার মৃত্যুতে তার দীর্ঘদিনের সহশিল্পী ও ইতালির কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন গভীর শোক প্রকাশ করেছেন।

অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা প্রায় এক দশক আগেই অভিনয় থেকে দূরে ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়লে তার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতাল থেকে বাসায় এসে তিনি বিশ্রামে ছিলেন।

Nagad

সারাদিন/১৭ জানুয়ারি/এমবি