টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে রিয়াল
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বেলজিয়ান গোলকিপারের নৈপুণ্যে ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (১১ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার সাথে নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় শেষ করে রিয়াল মাদ্রিদ।


এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, তবে ১২০ মিনিটেও মীমাংসা হয়নি। এতেই খেলা শেষ পর্যন্ত যায় টাইব্রেকারে। আর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ।
ফাইনালে রিয়াল মাদ্রিদ কার মুখোমুখি হবে সেটা জানা যাবে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে। এদিন ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল বেতিস। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
সারাদিন/১২ জানুয়ারি/এমবি