‘আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে সব জেলায় আইসিইউর ব্যবস্থা’
আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে সব জেলার আইসিইউর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জেলা পর্যায়ও ডায়ালায়সিসও করানো হবে।
সরকার সব মানুষকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ডিজিটালাইজড করছি। প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। যেখানে তার স্থাস্থের সব তথ্য থাকবে। বিশ্বের অন্যন্য দেশেও যেভাবে হয়ে থাকে। এর ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী এটি পাস করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।


মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত-বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সেবায় জনবলের ঘাটতি আছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি দশ হাজার লোকের জন্য মাত্র ২৩ জন লোক কাজ করে। যেখানে ডাব্লিউএচও-এর রিকোয়ারমেন্টই আছে ৪৫ জন। কোয়ালিটি সার্ভিস দিতে আমাদের কত লোক প্রয়োজন! যেটির আমাদের ঘাটতি রয়েছে।
লোকবল আরও নিলে দেশের স্বাস্থ্যসেবা আরও ভালো হবে-বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সারাদিন. ১০ জানুয়ারি