বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলো ভারতীয় ‘জি-ফাইভ’
২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’। কিন্তু নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ দিল প্রতিষ্ঠানটি। দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে জি-ফাইভ।
বাংলাদেশে ব্যবসা শুরুর মাত্র সাড়ে তিন বছরের মাথায় ২০২৩ সালের জানুয়ারিতে এই সিদ্ধান্ত নিয়েছে ওই প্রতিষ্ঠানটি।


একটি মেইল বার্তার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’ জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে এই প্ল্যাটফর্মের আর না কোনো কনটেন্ট দেখা যাবে বাংলাদেশে।
জি-ফাইভের ওই বার্তায় বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জি-ফাইভের স্ট্রিমিং সার্ভিসটি থাকছে না বাংলাদেশে। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পারায় আমরা ভীষণ আনন্দিত।
জানা গেছে, বাংলাদেশে জি-ফাইভের কনটেন্ট নির্মাণ ও ম্যানেজমেন্ট করত বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান ‘গুড কোম্পানি’।
প্রতিষ্ঠানটির কর্তা ইরেশ যাকের জানিয়েছেন, এটা সম্পূর্ণই তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো শুধুমাত্র কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়তো কোনো কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশের মার্কেটে তারা আর ব্যবসা করবে না। এই জন্যই বন্ধ করে দিচ্ছে প্লাটফর্মটি।
উল্লেখ্য, ২০১৯ সালের ০৩ জুলাই রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল জি-ফাইভ।
সারাদিন/০৭ জানুয়ারি/এমবি