ইংরেজি নববর্ষ শুরুর পরেই ইউক্রেনজুড়ে বিস্ফোরণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

ছবি- সংগৃহীত

নতুন বছরের প্রথম দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে অসংখ্য বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইংরেজি নববর্ষ শুরুর কয়েক ঘণ্টা পরেই দেশজুড়ে বেজে উঠে বিমান হামলার সাইরেন।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইংরেজি নববর্ষের বার্তা দেওয়ার কয়েক মিনিটের মাথায় এই হামলার ঘটনা ঘটলো।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইরেন বেজে ওঠার সাথে সাথে, কিয়েভের কিছু বাসিন্দা তাদের বারান্দা থেকে চিৎকার করে বলতে থাকেন, “ইউক্রেনের গৌরব! বীরদের গৌরব!”

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলে সেটির ধ্বংসাবশেষ রাজধানীর কেন্দ্রে একটি গাড়ির ওপর পড়ে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিয়েভ নগরের সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

Nagad

কিয়েভ কর্মকর্তারা টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ওই অঞ্চলে ড্রোন হামলা চালানো হচ্ছে। তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সারাদিন/০১ জানুয়ারি/এমবি