ইজিপ্টে ছুটি কাটাচ্ছেন দেবলীনা
টলিউডের অভিনেত্রী দেবলীনা কুমার ফিটনেস নিয়ে সচেতনতা সবারই জানা। নিজের ফিটনেস নিয়ে খুবই সতর্ক তিনি। বিয়ের অনুষ্ঠানের ফাঁকেও ওয়ার্ক আউট করতে ভোলেননি উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জির বর্তমান স্ত্রী।
সম্প্রতি ইজিপ্টে ছুটি কাটাচ্ছেন ভারতের কলকাতাযর অভিনেত্রী দেবলীনা। কখনও শাড়ি পরে নীলনদের ক্রুজে, কখনও আবার লাল শাড়িতে পিরামিডের সামনে নজর কাড়ছেন অভিনেত্রী।


তবে এবার বিকিনিতে উত্তাপ ছড়ালেন দেবলীনা। লাল ব্রালেট ও প্রিন্টেড বিকিনিতে দেবনীলায় মুগ্ধ নেটপাড়া। অভিনেত্রী পোস্টেই জানান দেন যে, লোহিত সাগরের তীরে এই ফটোশ্যুট করেছেন তিনি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ভালো করে কার্ব খাও।
উল্লেখ্য, ২০২১ সালের ০৯ ডিসেম্বর বিয়ে করেছেন গৌরব-দেবনীলা।
সারাদিন/০৩ ডিসেম্বর/এমবি