তিন ইসলামী ব্যাংকে অনিয়ম: তদন্তে নামছে দুদক
ঋণ নেওয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন ইসলামী ব্যাংকে বড় অনিয়মে জেনেও এতদিন পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। চুপ ছিলো নিয়ন্ত্রক সংস্থাটি। ইসলামী ব্যাংকে থাকা পর্যবেক্ষকও সরিয়ে নেয়া হয়। এবার অবশ্য, নড়েচড়ে বসেছে দুদক ও বাংলাদেশ ব্যাংক। পদক্ষেপ চেয়ে, চিঠি দিয়েছেন কয়েকজন আইনজীবী।
আজ বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।তিন ব্যাংক থেকে কেলেঙ্কারির ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে দুদক ও বিএফআইইউ’র কাছে তদন্ত চেয়ে চিঠি দেন ৫ জন আইনজীবী।


এ বিষয়ে দুদকের পদক্ষেপ জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘চিঠি আমার হাতে এখনো পৌঁছায়নি। বিভিন্ন মাধ্যম থেকে সংবাদটি পাওয়ার পরে যাতে অনুসন্ধান শুরু করা যায় সেই লক্ষ্যে তথ্য, উপাত্ত সংগ্রহের কাজ শুরু হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
সারাদিন. ১ ডিসেম্বর. এসআর