দ্রুত বিয়ে-বাচ্চা নিয়ে ভুল করেছি: অপু বিশ্বাস
দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এক সময় ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন তিনি। মাঝে বিরতি শেষে এখন আবারও সিনেমায় ফিরেছেন অপু।
আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’। সিনেমাটির প্রচারণায় এখন ভারতের কলকাতায় আছেন নায়িকা অপু।


ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে অভিনেত্রী অপু জানিয়েছেন, দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।
অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল- জীবনের এই যাত্রাপথে কোনও ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? উত্তরে অপু বলেন, “অবশ্যই বলব, শাকিব খানের সাথে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা-সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটি যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।”
কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর নায়িকা অপু বলেন, “মা হয়েছি। ভুল করে হলেও…।”
কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের সঙ্গী হয়েছেন গৌরব চক্রবর্তী। এছাড়া বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন- পরমব্রত চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসু প্রমুখ।
সারাদিন/২৪ আগস্ট/এমবি