লিবিয়ায় বন্যায় নিহত ৩ হাজার ছাড়ালো, নিখোঁজ ১০ হাজার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

আফ্রিকার দেশ লিবিয়ায় নজিরবিহীন বন্যায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এই বন্যায় অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রেড ক্রসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির লিবিয়ার দূত তামের রমজান জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে হতাহত এবং নিখোঁজের এই সংখ্যা তুলে ধরেন।

তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদেল জলিলও। আল মাসার টিভি চ্যানেল’কে তিনি বলেন, “হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) লিবিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বেনগাজি, তবরুক, তৌকরা, আলমার্জ, তাকনেস, আলওয়াইলিয়া, বায়াদা, বালবায়াদা, শাহহাত, সুসা ও দেরনার মতো শহরগুলোতে ব্যাপক বন্যা দেখা দেয়। এই বন্যায় অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ঝড়ে শহরগুলোর বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি 

Nagad