পুঁজিবাজারে অবদানের জন্য পুরস্কার পেলেন যারা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে ‘স্টক ব্রোকার ও ডিলার’, ‘মার্চেন্ট ব্যাংকার’ এবং ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ –এ তিনটি ক্যাটাগরিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২’ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত ছিলেন।

যারা পুরস্কার পেলেন: ‘স্টক ব্রোকার-ডিলার’ ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা হলেন–১ম পুরস্কার: ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ২য় পুরস্কার: শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ৩য় পুরস্কার: শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা হলেন– ১ম পুরস্কার: গ্রীন ডেল্টা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ২য় পুরস্কার: এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা হলেন–১ম পুরস্কার: ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ২য় পুরস্কার: লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

Nagad

এছাড়াও বিএসইসির কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ বিজয়ীরা হলেন–বিএসইসির নির্বাহী পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান, বিএসইসির ব্যক্তিগত কর্মকর্তা বিপ্লব কুমার এবং বিএসইসির অফিস সহায়ক সবুজ মিয়া।