নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছৈ। প্রতি বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে এবং উৎপাদন হয় প্রায় ৮ লক্ষ মেট্রিক টন। এছাড়া এবছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হে জমিতে উৎপাদন হবে প্রায় ৫০ হাজার মে. টন।

এই মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ খেত থেকে তোলা ও বাজারে আসা শুরু হয়েছে এবং বাজারে থাকবে ৩ থেকে সাড়ে তিন মাস। এরপর মুল পেয়াঁজ আসা শুরু হবে এবং উৎপাদন হতে পারে প্রায় ২৬ থেকে ২৮ লক্ষ মে টন।

রোববার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ সূত্র জানা গেছে।

জানা যায়-চলমান বছরের জুলাই থেকে এযাবৎ ( ০৯-১২-২৩ পর্যন্ত) আমদানি হয়েছে ৫৭১৫৩৪ টন, যা গতবছরের এই সময়ের তুলনায় ১৫৫২২৪ টন বেশি। (গতবছর এই সময়কালে হয়েছিল ৪১৬৩১০ টন)।