জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নিলো ফুটবল আদালত

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩

ছবি- সংগৃহীত

দলবদলের চুক্তি ও অর্জিত অর্থ নিয়ে মিথ্যাচার করায় ইতালির সফলতম ফুটবল ক্লাব জুভেন্টাসকে জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল আদালত।

গত শুক্রবার দেশটির জাতীয় সকার ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কাটা হয়েছে। পাশাপাশি অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত।

জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ায় ইতালিয়ান ক্লাবটি সিরিআ লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থান থেকে এক ধাক্কায় ১০ নম্বরে নেমে গেছে।

ইতালির সফলতম ফুটবল ক্লাবটি চলতি মৌসুমেও খুব খারাপ নয়। সিরি আ’য় ১৮ ম্যাচে ১১ জয় এবং ৪ ড্র মাসিমিলিয়ানো আলেগ্রির দলের। জয় ও ড্রয়ের হিসাবে জুভেন্টাসের পয়েন্ট হওয়ার কথা ৩৭। যা সিরি আ টেবিলের দুইয়ে থাকা এসি মিলানের চেয়ে ১ পয়েন্ট কম। তবে পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে, তৃতীয় নয়, ২২ পয়েন্ট নিয়ে ১০ স্থানে জুভেন্টাস। ১৫ পয়েন্ট কর্তন করা হয়েছে জুভেন্টাসের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দলবদল চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে সিরি আ’তে চলতি মৌসুমে জুভেন্টাসকে ১৫ পয়েন্ট জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল আদালত। এছাড়া ক্লাবের মোট ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, জুভেন্টাসের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে আর্থিক হিসাব সমৃদ্ধ করার অভিযোগ এনেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

Nagad

সারাদিন/২২ জানুয়ারি/এমবি