চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন প্রতি মাসে একটি করে ফ্রি হেলথ ক্যাম্প করে আসছে । তারই ধারাবাহিকতায় শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) কাট্টলী শিখর স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল এর সহযোগিতায় কাট্টলী এলাকার জেলে পাড়ায় শতাধিক অসচ্ছল গরিব মানুষের জন্য স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

এ বিষয়ে- চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন , দীর্ঘ ২ বছর ধরে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন নগরীর গরিব ও অসচ্ছল মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করোনা মহামারীতে মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছিল। তার ধারাবাহিকতাই জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কমিশনার অধ্যাপক ডা. ইসমাইল হেলথ ক্যাম্পে উপস্থিত হয়ে রোগীদের খবর নেন।

ডা. বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে ডা. সামিউল, ডা. সৈকত, ডা শাওন সহ ফয়সাল, বাবলা, আবু আরিফ, কায়সার সৌরভ, মিন্টু , রোটারেক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটির প্রমিথ ধর, মো. শহিদুল, শিখর স্বেচ্ছাসেবী সংগঠনের মাসুদুর রহমান, নাফিসা সুলতানা নিলা, সাহেদুল ইসলাম, আজমল হোসেন অপূর্ব, নুসরাত জাহান রিয়া, রাকিবুল হাসান, রাফিয়া কাস্পী, আরেফিন সুলতানা আনিকা, শাফায়াত হোসাইন অন্তর, সাজিবুল ইসলাম শাকিলো সিফাত ওয়াসিম সজিব, কায়েদ-ই-আযম, মোঃ আশরাফ উদ্দীন, রবিউল আমান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।