গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ সংবাদদাতাগোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকালে কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল মান্নান শেখ (৬৫) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা সদরের খায়েরহাট গ্রামের দুই চাচাত ভাই আব্দুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার
(১৬ জুলাই) বিকেলে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় উভয়পক্ষ দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে সোমবার (১৭ জুলাই) সকালে দুই গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের লোকজন আব্দুল মান্নান শেখকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংঘর্ষে উভয়পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

Nagad

কাশিয়ানী থানার ওসি মো: ফিরোজ আলম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাদিন/১৭ জুলাই/এমবি