কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জয়পুরহাট সংবাদদাতাজয়পুরহাট সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো: নূর ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়কালী খাঁ পাড়া গ্রামের আকরাম সাখিদার, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এ মামলায় পাঁচজন অভিযুক্ত হলেও বিচার চলাকালীন সময়ে হাবেজ উদ্দীন নামের এক আসামি মারা যান।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামে আসামিদের অতর্কিত হামলায় কৃষক মোয়াজ্জেমসহ ওই গ্রামের কয়েকজন আহত হন। পরে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই দিনই নিহতের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় ওই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আদালত আজ (১৩ এপ্রিল) এই রায় ঘোষণা করেন।

Nagad

সারাদিন/১৩ এপ্রিল/এমবি