‘উদ্যোক্তা সম্মাননা ২০২২’ পেলেন ১৯ তরুণ উদ্যোক্তা

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রিনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে দশমবারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। এবার ১৯ জন উদ্যোক্তাকে এই সম্মাননা দেয়া হয়।

২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১৯টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে। সারা দেশ থেকে আড়াইশ এর বেশি মনোনয়ন থেকে বিচারকগণ ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৮টি উদ্যোক্তা সম্মাননা এবং নুরুল কাদের সম্মাননা, ইউসুফ চৌধুরী সম্মাননা ও লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়েছে। তৈরি পোষাক শিল্পের অগ্রজ নুরুল কাদের,পরিশ্রমী, সততা ও নিষ্ঠার প্রতীক মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং নারী ক্ষমতায়নের অগ্রপথিক লুনা শামসুদ্দোহাকে সম্মান জানাতে বিশেষ তিনটি সম্মাননা দেয়া হয়।

দীর্ঘ এক যুগ ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা বিজকোপের উদ্যোক্তা নাহিদ হাসান পেয়েছেন ইউসুফ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা ২০২২। দেশের ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃত আজরা মাহমুদ তাঁর উদ্যোগ আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের জন্য পেয়েছেন নুরুল কাদের সম্মাননা ২০২২। দেশের নারী তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের অন্যতম নাহিদা জাহান তাঁর উদ্যোগ ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিমিটেডের জন্য পেয়েছেন লুনা শামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২২।

নবীন উদ্যোক্তা স্মারক পেয়েছে মোরকেটার টেকনোলজিস লিমিটেড, এনজে ইট এন্ড ফিট, শৈশব, এডভাইভ, বি টেক কনস্ট্রাকশন এন্ড কনসাল্টিং, এইচএফ ফুড সার্ভিস, সানজিদা’স কেক এন্ড ডেজার্ট ভ্যালী এবং উইট ইনস্টিটিউট।

উদ্যোক্তা সম্মাননা ২০২২ লাভ করেছে সাতরঙ, শাপলা মৎস্য খামার ও শুটকী পল্লী, কল্পলোক লিমিটেড, ডি টেমপেটে লিমিটেড, মাদল, র‍্যাভেন, তাহুর স্টুডিও এবং কোরিয়াম বাংলাদেশ।

উদ্যোক্তাদের এই মিলনমেলায় তাঁদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, চাকরি খুঁজব না চাকরি দেব–এর সভাপতি মুনির হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস এন্ড ইনোভেশন ফ্যাকাল্টর ডিন অধ্যাপক মাসুম ইকবাল, ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার, এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান এফসিসিএ, কারিগর-এর ম্যানেজিং পার্টনার তানিয়া ওহাব, আমার পে এর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সারোয়ার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক ( বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, এক্সোনহোস্ট এর উদ্যোক্তা মাছুমুল হক, হ্যান্ডিমামার উদ্যোক্তা শাহ পরান প্রমুখ।

Nagad

উদ্যোক্তা সম্মাননা ২০২২ এর পৃষ্ঠপোষকতায় ছিলো প্রিয়শপ ডট কম লিমিটেড, এক্সনহোস্ট, নিয়োগ এ্যাপ, আমারপে, বিডিআইএক্স ওয়েব হোস্টিং, ইনস্ট্রাকটরী, জাহান ইন্টারন্যাশনাল স্কুল, কেয়ারস্টোর বিডি এবং আর্টেমিস লিমিটেড। ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।

লোগোবোর্ডে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ যথাক্রমে হালফ্যাশন, জেন, এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, আদর্শ, আলফা প্রিন্টার্স, বি বাসিনী, কফিওয়ালা, ডায়নাহোস্ট, ফসল, ফ্রেশিফার্ম, গিগাএক্সিস, জায়ান্ট মার্কেটার্স, জি-স্পাইস, গুটিপা, গো গ্লোবাল, হাসিমুখ সমাজ কল্যান সংস্থা, ইনটেন্স, ইসমাঈল এন্টারপ্রাইজ, কাজ৩৬০, এল-কি, মিসসেলান, মার্স প্রিন্টিং এন্ড এক্সেসরিজ, মনস্টার ক্ল লিমিটেড, মোভঅন টেকনোলজিস লিমিটেড, নার্ডডেভস লিমিটেড, নন্দনকুঠির, ওলিও, অর্থা, প্রোকেপিআই, স্যানট্রেন্ড, শাবাব লেদার, শপকুইন, শৈলী, সুমি’স কিচেন, স্টোরোলা, ট্যান, টেকভিশন২৪ এবং তুলিকা।