মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯, আহত ২২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

মেক্সিকোতে একটি ডাবল ডেকার বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসটিতে প্রায় ৫০ জনের মতো আরোহী ছিল। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দুর্ঘটনার পর ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।’

দুর্ঘটনার শিকার ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। এগুলোতে আগুন ধরার আগে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ইলোটা পৌরসভার একটি হাইওয়েতে ঘটা ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উচ্চ গতি, গাড়ির বেহাল দশা বা চালকের অবসাদের কারণে প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়। দেশটিতে বিভিন্ন মহাসড়কে মালবাহী ট্রাকের মধ্যেও দুর্ঘটনা বেড়ে গেছে।

Nagad

উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই ছিলেন মেক্সিকান নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় সেসময় আহত হয়েছিলেন আরও ৩৬ জন যাত্রী।

একই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত বছরের জুলাই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।