ছবির প্রচারণায় দেশে দেব-রুক্সিণী
ছবির প্রচারণা উপলক্ষে দেশে এসেছেন জনপ্রিয় নায়ক দেব-রুক্সিণী। সাফটা চুক্তির আওতায় ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ‘পাসওয়ার্ড’ সিনেমাটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকায় আসেন দেব। নায়কের সঙ্গে ঢাকায় এসেছিলেন সিনেমাটির পরিচালক কমালেশ্বর মুখার্জি ও নায়িকা রুক্মিনী মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।


দেব বলেন ‘আমি সবসময় বলে থাকি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এখানকার মানুষ অনেক ভালো। এখানকার মানুষের কাছে যতটা ভালোবাসা পেয়েছি, এটা পৃথিবীর অন্য কোথাও গিয়ে পায়নি। এটা বাংলাদেশে এসেছি বলে বলছি না কিংবা আমার ছবি মুক্তি পাচ্ছে বলে বলছি না। এটা এই দেশে আমার প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স। কলকাতায় যতটা ভালোবাসা পেয়েছি, তার চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি বাংলাদেশে। ছবি রিলিজ হোক কিংবা না হোক। মন প্রাণ থেকে কৃতজ্ঞ এদেশের মানুষের প্রতি।’