পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের এজিএম খন্দকার তানভির হোসেন বলেন, সকাল পৌনে ৭টার দিকে মাঝ পদ্মানদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ করে বেড়ে যায়। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়াতে একটি ফেরি মাঝ নদীতে নৌঙর করে, পরে কুয়াশা কমলে তা তীরে ভীড়ে এবং কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।


সারাদিন/২২ জানুয়ারি/এএইচ/টি