মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষে আহত ৮
চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আওলাদ-৪ ও এমভি টিপু-১২-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার শিশুসহ আট যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে মেঘনা নদীর আলুর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। অন্যদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


জানা গেছে, এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চটি বরিশালের হিজলা থেকে ঢাকা যাচ্ছিল। আর এমভি টিপু-১২ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করে।
এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় তা মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ ঘটে।
সারাদিন/১৭জানুয়ারি/এএইচ/টিআর