এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমান হচ্ছেন রাষ্ট্রদূত
এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিয়োগ পাচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে। বুধবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে।
বিমান বাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশটি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


এখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে। অপর আদেশে রাষ্ট্রদূত মেজর জেনারেল সাহেদুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সারাদিন/১৫জানুয়িারি/টিআর