আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে।
এই বিষয়টি সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।


তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে এনজিওগ্রাম করে তার হার্টে দুইটি ব্লক পাওয়া যায়। এর মধ্যে একটিতে ইতিমধ্যে রিং পরানো হয়েছে। বাকি ব্লকে রিং না পরালেও চলবে বলে জানিয়েছেন চিকিৎসক।
সারাদিন/৬জানুয়ারি/টিআর