ক্ষুদ্র ব্যবসায়ে প্রণোদনা অব্যাহত রাখার অঙ্গীকার চীনা কেন্দ্রীয় ব্যাংকের
চলতি বছরে চীনা কেন্দ্রীয় ব্যাংক মাঝারি ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক প্রণোদনা দিয়ে সাহায্য অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। একইসঙ্গে এই বছর আরও সতর্ক মুদ্রানীতি ধরে রাখার ঘোষণা দেয় পিপলস ব্যাংক অব চায়না। রোববার (৫ জানুয়ারি) বেজিংয়ে দুইদিন ব্যাপী এক কর্মশালা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে।
ওই ঘোষণায় বলা হয়, (কেন্দ্রীয় ব্যাংক) কর্তৃপক্ষ চলতি বছর ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্যে নানাবিধ সুবিধা দেয়ার পরিকল্পনা করেছে। এর সঙ্গেসঙ্গে আর্থিক প্রণোদনাগুলোর প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেয়া হবে। ফলে ব্যবসায়ীরা সহজেই নির্ধারিত চলতি মূলধন, পুনঃঋণ এবং ঋণের পরিশোধের সময় ছাড় পাবেন।


এর সুফল পারে আর্থিকখাতের ব্যবসায় জড়িত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যারা ইতিমধ্যেই অনাদায়ী ঋণের চাপে জর্জরিত। এছাড়াও, বেসরকারি আর্থিক ব্যবসায় খেলাপি ঋণের চাপ কমানোর লক্ষ্যে ইন্টারনেট এবং আবাসনখাতের পুঁজি সরবরাহকারকদের জন্যে দীর্ঘমেয়াদি সহায়তার নীতি নেয়া হবে।
সারাদিন/৬জানুয়ারি/টিআর