মৃদু শৈত্যপ্রবাহ এখন পঞ্চগড়ে
আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। আর রোববার (৫ জানুয়ারি) থেকে তা শুরু হয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের দাপট। ফলে সব থেকে বেশি ভোগান্তিতে পড়ছেন জেলার খেটে খাওয়া সাধারণ নিম্ন আয়ের মানুষ। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সোমবার ভোর ৬টার দিকে রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা ৩ ঘণ্টার ব্যবধানে কমে সকাল ৯টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামীতে শীতের তীব্রতা আরও বেড়ে যাবে।


সারাদিন/৬জানুয়ারি/টিআর