শেষ পর্যন্ত ইলেকশনে থাকব ও শেষটা দেখে ছাড়ব : তাবিথ আউয়াল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাবিথ বলেছেন, শেষ পর্যন্ত ইলেকশনে থাকব এবং শেষটা দেখে ছাড়ব।
এর আগে তিনি ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তাবিথ। এসময় তাবিথ আউয়াল সংলাপের দাবি জানিয়েছেন। সেইসঙ্গে ইভিএমে ভোট না করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন।


প্রসঙ্গত, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।