দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইভিএমে হবে: প্রধান নির্বাচন কমিশনার
ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইভিএমে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের জন্যই এই ইভিএমের প্রয়োজন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, ইভিএমের মাধ্যমেই ত্রুটিমুক্ত নির্বাচন সম্ভব। অনেকে বলেন, ইভিএম ক্রুটি যুক্ত এ কথাটি ঠিক হয়, কোনো এক্সপার্ট (বিশেষজ্ঞ) এই কথা বলে নাই। তবে, দুই একজন বলতে পারেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ত্রুটিমুক্ত করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করব। যাতে লোক ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ত্রুটিযুক্তর কোনো সুযোগ আমরা রাখতে চাই না।
সারাদিন/২৮ ডিসেম্বর/টিআরএস