ফুটেজ দেখে দেখে দোষীদের খোঁজা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাকসুতে হামলার ঘটনায় হামলাকারীরা কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে বাঁচাতে সবাইকে সচেষ্ট হয়ে কাজ করতে হবে। আমাদের আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে এটা আমরা চাই না। কাজেই আমাদের সকলকে এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে। তাদের সোনালী ভবিষ্যৎ নিশ্চিত হয়।
মন্ত্রী আরো বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অবিরাম রাখতে প্রধানমন্ত্রীকে সকলের সহযোগীতা করা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য সাদেক খান, শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
সারাদিন/২৫ডিসেম্বর/টিআর